মঙ্গলবার, ২০ নভেম্বর ২০১৮
কক্সবাজারের টেকনাফ উপজেলায় র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২
Home Page » প্রথমপাতা » কক্সবাজারের টেকনাফ উপজেলায় র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২
বঙ্গ-নিউজ: কক্সবাজারের টেকনাফ উপজেলায় র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’র ঘটনা ঘটেছে। এতে দুইজন নিহত হয়েছেন। র্যাবের দাবি, নিহত দুইজন চিহ্নিত মাদক ব্যবসায়ী।
সোমবার (১৯ নভেম্বর) রাতে এ ঘটনা ঘটে।
এ বিষয়ে র্যাব জানায়, মাদক ব্যবসায়ীরা র্যাবের উপস্থিতি টের পেয়ে র্যাবকে লক্ষ্য করে গুলি চালায়। পরে র্যাবও আত্মরক্ষায় পাল্টা গুলি চালায়। একপর্যায়ে মাদক ব্যবসায়ী পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে দুজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়।
এ ঘটনায় ইয়াবা ও অস্ত্র উদ্ধার করা হয়েছে।
বিষয়টি নিশ্চত করে কক্সবাজার র্যাবের কোম্পানি কমান্ডার মেজর মেহেদি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল সেখানে অভিযান চালায়।
তিনি আরও জানান, নিহতদের মৃতদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ সময়: ৯:৩৪:০৭ ৪৭৩ বার পঠিত #bangla news #bangladeshi News #bd news #bongo-news(বঙ্গ-নিউজ) #জাতীয় #শিরোনাম