সোমবার, ১৯ নভেম্বর ২০১৮

সাজা হলেও আসন্ন সংসদ নির্বাচনে খালেদা জিয়ার অংশ নিতে কোন বাধা হবে না: মির্জা ফখরুল

Home Page » প্রথমপাতা » সাজা হলেও আসন্ন সংসদ নির্বাচনে খালেদা জিয়ার অংশ নিতে কোন বাধা হবে না: মির্জা ফখরুল
সোমবার, ১৯ নভেম্বর ২০১৮



ফাইল ছবি

বঙ্গ-নিউজ:  বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন। দুই মামলায় সাজা হলেও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে কোন বাধা হবে না’ বলে মনে করেন দলীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (১৯ নভেম্বর) দলের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎ গ্রহণের এক পর্যায়ে বেরিয়ে এসে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হয়নি অভিযোগ করে তিনি বলেন, ‘সংলাপের সময় বলা হয়েছিল তফসিল ঘোষণার পর আর কোনো মামলা হবে না। কিন্তু ক্ষোভের বিষয় হলো আমাদের যে সব প্রার্থীর জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে তাদের নামে মামলা দেওয়া হচ্ছে, তাদের ধরে নিয়ে যাওয়া।

আদালতকে ব্যবহার করে এ সব মামলায় শুনানি বা জামিনের তারিখ নির্বাচনের পরে দেওয়া হচ্ছে। এর মাধ্যমে স্পষ্ট বোঝা যাচ্ছে, এক ধরনের নীলনকশা বাস্তবায়নের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৮:৩৫:০০   ৪৫১ বার পঠিত   #  #  #  #  #  #