সোমবার, ১৯ নভেম্বর ২০১৮

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে খালেদা জিয়ার প্রার্থী হওয়ার সুযোগ নেই:অ্যাটর্নি জেনারেল

Home Page » জাতীয় » আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে খালেদা জিয়ার প্রার্থী হওয়ার সুযোগ নেই:অ্যাটর্নি জেনারেল
সোমবার, ১৯ নভেম্বর ২০১৮



ফাইল ছবি

বঙ্গ-নিউজ: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাংবিধানিকভাবে প্রার্থী হওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

সোমবার (১৯ নভেম্বর) রাজধানীর একটি অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান।

তিনি বলেন, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পাঁচ বছরের সাজা বাড়িয়ে ১০ বছর করেছেন হাইকোর্ট। এ রায়ের পর মামলাটিতে খালেদা জিয়ার জামিন বাতিল হয়ে গেছে।

একই সঙ্গে এ রায়ের মধ্য দিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার অযোগ্য হয়ে গেছেন খালেদা জিয়া।তিনি আরও বলেন, সাংবিধানিকভাবে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবে না খালেদা জিয়া।

বাংলাদেশ সময়: ১৮:১৬:৫৯   ৪৯১ বার পঠিত   #  #  #  #  #  #