রবিবার, ১৮ নভেম্বর ২০১৮

নির্বাচনের জন্য ৫ লাখ ফোর্স তৈরি হচ্ছে,তারা যার যা ট্রেনিং লাগে সেটা নিচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

Home Page » জাতীয় » নির্বাচনের জন্য ৫ লাখ ফোর্স তৈরি হচ্ছে,তারা যার যা ট্রেনিং লাগে সেটা নিচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
রবিবার, ১৮ নভেম্বর ২০১৮



ফাইল ছবি

বঙ্গ-নিউজ:  নির্বাচনের জন্য ৫ লাখ ফোর্স তৈরি হচ্ছে। তারা যার যা ট্রেনিং লাগে সেটা নিচ্ছে। পাশাপাশি পুলিশ, বিজিবি, কোষ্টগার্ডসহ সবাই নির্বাচনের জন্য তৈরি আছে।

রবিবার (১৮ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বড়দিন ও থার্টি ফাস্ট নাইট উপলক্ষে আয়োজিত সার্বিক নিরাপত্তা সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এসব কথা বলেন।

তিনি বলেন, ৬০ লাখ আনসার আমাদের ট্রেনিংপ্রাপ্ত আছে। তবে নির্বাচন কাজের জন্য ৬০ লাখ আনসার দরকার হবে না। নির্বাচন কমিশন যেভাবে নির্দেশ দেবেন আইন-শৃঙ্খলা বাহিনী সেভাবেই কাজ করবে। আমাদের নিরপত্তা বাহিনী অনেক অভিজ্ঞ এবং তারা সক্ষমতায় সেই জায়গায় পৌঁছে তারা নিরপত্তার বিষয়টি নিশ্চত করতে পারবে।

এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এটা নির্বাচন কমিশনের পুরোপুরি ইখতেয়ার। আমি আগেই বলেছি এখানে আমাদের করণীয় কিছু নেই। নির্বাচন কমিশন যেভাবে নিরাপত্তা বাহিনীকে দেখতে চায় এবং যেখানে প্লেজ করলে তারা নিরাপদ মনে করে সেভাবেই তারা ব্যবস্থা করবে। আমাদের নিরপত্তা বাহিনী সর্ব সহযোগিতা দেওয়ার জন্য তৈরি আছে।

নির্বাচন কমিশন এ পর্যন্ত কোন নির্দেশনা দিয়েছেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, পুলিশের সঙ্গে সব সময় নির্বাচন কমিশনের সভা চলছে, নির্দেশনা আসছে। সেগুলো তারা চলমান প্রক্রিয়া হিসেবে কাজ করছে।

বাংলাদেশ সময়: ১৬:৪০:৪৫   ৪৬৭ বার পঠিত   #  #  #  #  #  #