রবিবার, ১৮ নভেম্বর ২০১৮
ব্লকবাস্টার সিনেমা হলকে লিগ্যাল নোটিশ, ‘হাসিনা: এ ডটারস টেল’ বানান ভুল
Home Page » এক্সক্লুসিভ » ব্লকবাস্টার সিনেমা হলকে লিগ্যাল নোটিশ, ‘হাসিনা: এ ডটারস টেল’ বানান ভুল
স্বপন চক্রবর্তী,বঙ্গ-নিউজ: বঙ্গবন্ধু কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবন নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র ‘হাসিনা: এ ডটারস টেল’। শুক্রবার (১৬ নভেম্বর) সারা দেশে বিভিন্ন প্রেক্ষাগৃহে এই প্রামাণ্যচিত্রটি মুক্তি পেয়েছে। মুক্তির পর থেকেই জীবনের সাথে যুদ্ধ করা এক নারী প্রশংসায় সবাই পঞ্চমুখ। নির্মিত এই তথ্যচিত্র ‘হাসিনা : এ ডটার’স টেল’-এর প্রদর্শনীতে ‘TALE’ বানান ভুল করায় যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টার সিনেমা হলকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।
বাংলাদেশ আওয়ামী ব্রিটিশ ল স্টুডেন্টস-এর সাবেক সাধারণ সম্পাদক সাদ আল আলম চৌধুরী এ লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন। শনিবার (১৭ নভেম্বর) ব্যারিস্টার নওরোজ এম আর চৌধুরীর ল চেম্বার থেকে রেজিস্ট্রি ডাকযোগে এ লিগ্যাল নোটিশ পাঠানো হয়।
লিগ্যাল নোটিশে বলা হয়েছে, ‘বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে নিয়ে বানানো তথ্যচিত্রের নাম ‘HASINA- A DAUGHTER’S TALE’, কিন্তু ব্লকবাস্টার তাদের প্রদর্শণীতে ‘HASINA- A DAUGHTER’S TAIL’ হিসেবে লিখেছে। যা প্রধানমন্ত্রীর নামের সম্মান ও মানহানি ঘটেছে।’
ব্লকবাস্টার সিনেমা হলের এ ভুলের ফলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মানের যে ক্ষতি হয়েছে তা ১ হাজার কোটি টাকার কম নয় বলেও নোটিশে উল্লেখ করা হয়।
একই সঙ্গে নোটিশ প্রাপ্তির ২৪ ঘণ্টার মধ্যে ভুলের জন্য ব্লকবাস্টার কর্তৃপক্ষকে জনসম্মুখে ক্ষমা চাইতে বলা হয়েছে। অন্যথায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও উল্লেখ করা হয়।
বাংলাদেশ সময়: ১৬:৩২:১৪ ৫০৫ বার পঠিত #bangla news #bangladeshi News #bd news #bongo-news(বঙ্গ-নিউজ) #জাতীয় #শিরোনাম