রবিবার, ১৮ নভেম্বর ২০১৮
জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান”ইত্যাদি” এবার টাকেরঘাটে
Home Page » বিবিধ » জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান”ইত্যাদি” এবার টাকেরঘাটেস্টাফ রিপোর্টার,বঙ্গ-নিউজঃ যাদি বলা হয় বাংলাদেশের একটি জনপ্রিয় টেলিভিশন ম্যাগাজিন অনুষ্ঠান কী? তবে উত্তরে আসবে ইত্যাদি।জনপ্রিয় এ অনুষ্ঠানটি এবার সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী এলাকা ট্যাকেরঘাটের শহীদ সিরাজ লেক চিত্রায়ন হতে যাচ্ছে।হানিফ সংকেত এর উপস্থাপনায় ১৯ নভেম্বর সোমবার বিকাল ৪টায় ইত্যাদি চিত্রায়ন হবে।
ফাগুন অডিও ভিশন প্রযোজিত বাংলাদেশ টেলিভিশনের শিক্ষা, তথ্য ও বিনোদনমুলক ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি এর পরবর্তী অনুষ্ঠানের কয়েকটি পর্ব দর্শক উপস্থিতিতে ধারন করা হবে।
এ অনুষ্ঠানে সুনামগঞ্জের ইতিহাস,ঐতিহ্য,সংস্কৃতি স্থান পাবে। দর্শক পর্বের জন্য ইতিমধ্যে ইত্যাদির পরিচালক ও উপস্থাপক হানিফ সংকেত শিল্পী ও কলা-কৌশলী বাছাই করেছেন।
তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার পূর্নেন্দু দেব জানান, অনুষ্ঠানটি দেখতে জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন পর্যায়ের লোকজনকে ইতিমধ্যে আমন্ত্রণপত্র দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ৯:১৮:৩০ ৭৫৫ বার পঠিত #ইত্যাদি #টাকেরঘাট #নীলাদ্রি লেক #ম্যাগাজিন #সুনামগঞ্জ