শনিবার, ১৭ নভেম্বর ২০১৮
আজকালের মধ্যে আওয়ামীলীগের ৩০০আসনে মনোনয়ন চূড়ান্ত
Home Page » এক্সক্লুসিভ » আজকালের মধ্যে আওয়ামীলীগের ৩০০আসনে মনোনয়ন চূড়ান্তস্টাফ রিপোর্টার বঙ্গ-নিউজঃআজকালের মধ্যে আওয়ামী লীগের তিনশ আসনে মনোনয়ন চূড়ান্ত হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ শনিবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউস্থ আওয়ামী লীগের কার্যালয়ে কেন্দ্রীয় ১৪ দলের সভায় তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, আগামীকালকের মধ্যে আওয়ামী লীগ ৩০০ আসনের মনোনয়ন চূড়ান্ত করবে। শরিকদের ৬৫ থেকে ৭০টি আসন দেবে আওয়ামী লীগ। এক সপ্তাহের মধ্যে কোনো দলকে কত আসন দেওয়া হবে তা চূড়ান্ত করা হবে। তবে শরীক দলের প্রার্থী যদি বিজয় নিশ্চিত করতে পারে তাহলে সেসব আসনও ছেড়ে দেবে আওয়ামী লীগ।
তিনি বলেন, বিদেশে লবিস্ট নিয়োগ করে বাংলাদেশের নির্বাচন নিয়ে বিএনপি সংশয় সৃষ্টি করেছে। এছাড়া সম্প্রতি নয়াপল্টনে তাদের সহিংস আচরণও ইঙ্গিত দেয় নির্বাচনে তাদের ভূমিকা কী হবে?
এ সময় নির্বাচনকে কেন্দ্র করে ড. কামাল হোসেনের নেতৃত্বে গঠিত জাতীয় ঐক্যফ্রন্টকে একটি সাম্প্রদায়িক জোট বলেও আখ্যা দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
বিরোধী রাজনীতিকদের লেভেল প্লেয়িং ফিল্ড বিষয়ে অভিযোগের প্রেক্ষিতে তিনি বলেন, কনডিউসিভ অ্যাটমোস্ফিয়ার (সহযোগিতা বা অংশগ্রহণমূলক পরিবেশ) সম্পূর্ণ বিষয়টাই নিশ্চিত করবে ইলেকশন কমিশনের ওপর, এখানে সরকারের কিছু করার নেই।
জাতীয় ঐক্যফ্রন্ট ও বিএনপি নেতাদের উদ্দেশে সেতুমন্ত্রী বলেন, এখনও নমিনেশন পর্বই তো শেষ হয়নি, তবুও যদি তারা মনে করেন লেবেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হয়নি, তবে সেটা কমিশনের হাতে। এখানে সরকারের কোনও এখতিয়ার নেই।
বাংলাদেশ সময়: ১৭:০৯:১৩ ৫৬৬ বার পঠিত