শুক্রবার, ১৬ নভেম্বর ২০১৮
জবাব দাও ধরণী-রনজিত চাঙমা (১৫/১১/২০১৮ইং)
Home Page » বিনোদন » জবাব দাও ধরণী-রনজিত চাঙমা (১৫/১১/২০১৮ইং)
বুক ফাঁটা কাঁন্না,হাহাকার ধ্বনি
প্রতিদিন,প্রতিক্ষণ একি মোরা শুনি?
চারিদিকে অন্ধকার বিদঘুঁটে কালো
মনুষত্ব,বিবেকবোধ আজ কোথায় গেলো?
জবাব দাও,জবাব দাও,হে মা ধরণী।।
তোমার বক্ষে সুখে থাকবো বলে মোরা
এসেছি সর্বশ্রেষ্ট মনুষ্যকুলে,
কিন্তুু একি! মানুষের খোলসে কাকে দিলে ঠাঁই?
হে মা, মানুষ চেনার বলে দাও উপায়।
থাকবো মোরা এভাবে কেমন করে?
লোভ,লালসা,হিংসার দাবানল,ঘৃনিত কারুকাজ
খুঁন,রাহাজানি,ধর্ষনে ভরে গেছে আজ সমাজ,
লৌকিক ধার্মিকতায় মানুষ সুখ ভাবে ইহকালে
তাই তো যে করেই হোক,সুখ আনবে ছিঁড়ে,
কর্ম আর কর্মফলে অবিশ্বাসে,ধারন মননে।।
আজ আকাশে বাতাসে শকুনের চিৎকার
নেকড়ের থাবায় হৃদপিন্ড ক্ষতবিক্ষত বারবার,
তোমার বুকে তাদের রাজত্ব দিলে বুঝি?
একি তোমার কারসাঁজি? জবাব দিবে কি?
হে মা ধরণী, আমরা কি নই তোমার?
বাংলাদেশ সময়: ৯:৩১:২৭ ৫৭২ বার পঠিত #bangla news #bangladeshi News #bd news #bongo-news(বঙ্গ-নিউজ) #জাতীয় #শিরোনাম