বৃহস্পতিবার, ১৫ নভেম্বর ২০১৮

নির্বাচন যখন উৎসব মুখর হয় তখন বিএনপির খারাপ লাগে: ধানমন্ডিতে প্রধানমন্ত্রী

Home Page » জাতীয় » নির্বাচন যখন উৎসব মুখর হয় তখন বিএনপির খারাপ লাগে: ধানমন্ডিতে প্রধানমন্ত্রী
বৃহস্পতিবার, ১৫ নভেম্বর ২০১৮



ফাইল ছবি

বঙ্গ-নিউজ: নির্বাচন যখন উৎসব মুখর হয় তখন বিএনপির খারাপ লাগে বলে মন্তব্য করেছেন করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (১৫ নভেম্বর) বিকেলে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের সংসদীয় বোর্ডের সভায় তিনি এসব কথা বলেন।

দলীয় প্রার্থীদের মনোনয়ন চূড়ান্ত করতে সভায় বসেছে আওয়ামী লীগের সংসদীয় বোর্ড। এতে সভাপতিত্ব করছেন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সভায় দেওয়া সূচনা বক্তব্যে আওয়ামী লীগ সভাপতি আরও বলেন, জনগণের প্রতি আহ্বান জানাই যেকোনো সন্ত্রাস, অগ্নি-সংযোগের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। তারা (জনগণ) যেনো যে কোনো সন্ত্রাসী কার্যকলাপ রুখে দেন।

বিএনপির প্রতি ইঙ্গিত করে শেখ হাসিনা বলেন, তারা অগ্নি-সংযোগ করলো, সন্ত্রাস করলো আর উদোর পিন্ডি বুধোর ঘাড়ে চাপিয়ে দিলো। দোষ চাপালো ছাত্রলীগের ওপর।

‘আগুন সন্ত্রাস ছাড়া বিএনপি আর কিছু করতে পারে না। নির্বাচন যখন উৎসবমুখর হয় তখন তাদের খারাপ লাগে।’

এবারের নির্বাচনে আওয়ামী লীগের ‘নৌকা প্রতীকে’ ভোটে দাঁড়াতে দলীয় মনোনয়ন ফরম কিনেছেন ৪ হাজার ২৩ জন প্রার্থী।

বাংলাদেশ সময়: ১৮:৩১:১৮   ৩৬১ বার পঠিত   #  #  #  #  #  #