বৃহস্পতিবার, ১৫ নভেম্বর ২০১৮

নয়াপল্টনে সংঘর্ষ ও নির্বাচনের পরিবেশ নিয়ে ২০-দলীয় জোটের সংবাদ সম্মেলন আজ

Home Page » প্রথমপাতা » নয়াপল্টনে সংঘর্ষ ও নির্বাচনের পরিবেশ নিয়ে ২০-দলীয় জোটের সংবাদ সম্মেলন আজ
বৃহস্পতিবার, ১৫ নভেম্বর ২০১৮



ফাইল ছবি   বঙ্গ-নিউজ:  নয়াপল্টনে সংঘর্ষ, চলমান রাজনীতি ও নির্বাচনের পরিবেশ নিয়ে বিএনপি নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের সংবাদ সম্মেলন আজ।

আজ বৃহস্পতিবার (১৫ নভেম্বর) সকাল ১০টায় বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

বেলা ১১টায় বিএনপি চেয়ারপারসন অফিসে ২০-দলীয় জোটের সংবাদ সম্মেলন করবেন জোটের সমন্বয়ক ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমেদ ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, সংবাদ সম্মেলনে দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি, বুধবার (১৪ নভেম্বর) দুপুরে নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের বিষয়ে জানানো হতে পারে।

বাংলাদেশ সময়: ১০:৩২:৩৫   ৩৪৭ বার পঠিত   #  #  #  #  #  #