মঙ্গলবার, ১৩ নভেম্বর ২০১৮

বাংলার বিজয় বাঙ্গালীর হেম-যোবায়ের শামীম

Home Page » ফিচার » বাংলার বিজয় বাঙ্গালীর হেম-যোবায়ের শামীম
মঙ্গলবার, ১৩ নভেম্বর ২০১৮



বাংলার “হেম” তুমি হে বিজয়
সুধাকর বাংলার আকাশে তুমি,
সুধা বিভাবরীতে সুধাকর
তুমি হে বিজয়।
তুমি হাজারো মায়ের আর্তনাদ
শত ভাই হারানোর জ্বালা,
মায়ের কলিজা নিংড়ানো ধন
শত দুঃখ জ্বালা।
আহবে পেয়েছি তোমায় হে বিজয়
তুমি বাংলার আকাশে বিধু,
নয়তো কোন উদগীত তুমি হে বিজয়
হে বিজয় নও তুমি কোন সরষে ফুলের
নীল বালিকা,
তুমি নও কোন দাওয়া
তুমি রক্তের বদল তুমি রক্তের বদল।যোবায়ের শামীম

বাংলাদেশ সময়: ১৯:১৬:০৬   ১১৭৯ বার পঠিত