
মঙ্গলবার, ১৩ নভেম্বর ২০১৮
ব্যাংক খাতে কিছু অসুবিধা আছে, এ বিষয়ে একটি রোডম্যাপ দেয়া হবে:অর্থমন্ত্রী
Home Page » জাতীয় » ব্যাংক খাতে কিছু অসুবিধা আছে, এ বিষয়ে একটি রোডম্যাপ দেয়া হবে:অর্থমন্ত্রী
বঙ্গ-নিউজ: গত ১০ বছরের দায়িত্বকে আউটস্ট্যান্ডিং হিসেবে মূল্যায়ন করে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ব্যাংক খাতে কিছু অসুবিধা আছে, এ বিষয়ে একটি রোডম্যাপ দেয়া হবে।
মঙ্গলবার (১৩ নভেম্বর) সচিবালয়ে নিজ দফতরে বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন কর্তৃক বিও অ্যাকাউন্ট মেইনটেন্যান্স ফি-বাবদ প্রাপ্ত ৫৭ কোটি ৫৩ লাখ ২৫ হাজার টাকা (সরকারি অংশ) হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান খায়রুল হক অর্থমন্ত্রীর নিকট এ অর্থ হস্তান্তর করেন।
আগামী নির্বাচন ইস্যুতে অর্থমন্ত্রী বলেন, সব দলের অংশগ্রহণে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, এটা অর্থনীতির জন্য ইতিবাচক।
তিনি আরও বলেন, ২০১১ সালে পুঁজিবাজারে বেশ অস্থিরতা দেখা যায়। এরপর শুরু হয় সংস্কারের কাজ। গত আট বছরে পুঁজিবাজারের বিভিন্ন বিধিবিধানে ব্যাপক পরিবর্তন আনা হয়। পুঁজিবাজার এখন একটি ভিতের ওপর দাঁড়িয়ে, এটা এখন নিজস্ব গতি চলবে বলেও জানান অর্থমন্ত্রী।
বাংলাদেশ সময়: ১৭:৪৫:১০ ৫১১ বার পঠিত #bangla news #bangladeshi News #bd news #bongo-news(বঙ্গ-নিউজ) #জাতীয় #শিরোনাম