মঙ্গলবার, ১৩ নভেম্বর ২০১৮
সংসদ নির্বাচন ৩০ ডিসেম্বরের পর আর পিছানোর সুযোগ নেই:প্রধান নির্বাচন কমিশনার
Home Page » জাতীয় » সংসদ নির্বাচন ৩০ ডিসেম্বরের পর আর পিছানোর সুযোগ নেই:প্রধান নির্বাচন কমিশনার
বঙ্গ-নিউজ: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন ৩০ ডিসেম্বরের পর আর পিছানোর সুযোগ নেই বলে মন্তব্য করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা
।
মঙ্গলবার (১৩ নভেম্বর) রাজধানীর নির্বাচন ভবনের বেজমেন্টে রিটার্নিং কর্মকর্তাদের ব্রিফিং অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তবে তিনি এসব কথা বলেন।
সিইসি জানান, ৩০০ আসনের গেজেট এছাড়াও টঙ্গিতে ইজতেমার কথা উল্লেখ করে তিনি বলেন এটা হবে ১১ তারিখে তখন সরকার অত্যন্ত ব্যস্ত থাকে। কারণ এদিকে যত্ন সহকারে নজর রাখে আর ৩০ কম্প্যাক্ট টাইম।
এছাড়া খ্রিষ্টান সম্প্রদায়ের একটা অনুষ্ঠান আছে। ২১ তারিখ নির্বাচনের তারিখ ঠিক করার ইচ্ছা ছিল।
সম্প্রতি জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচন করার ঘোষণা দিয়েছে সেই প্রসঙ্গ টেনে সিইসি বলেন, সব রাজনৈতিক দল অংশগ্রহণ করছে বলে আমরা খুশি।
সিইসি রিটার্নিং কর্মকর্তাদের উদ্দেশে বলেন, নিরপেক্ষ কি সেটা আপনারা সকলে জানেন, নিরপেক্ষতা এবং নিরপেক্ষতা সেটাই হবে মাপকাঠী। নির্বাচন কিভাবে পরিচালনা করবেন সেই দায়িত্ব আপনাদের আর বলে যায় আপনারাই নির্বাচন কমিশন।
তিনি রিটার্নিং কর্মকর্তাদের মনে করিয়ে দেন, ব্যক্তিগত ব্যর্থতার কারণে সামগ্রিক ব্যর্থতার সৃষ্টি না হয়।
সিইসি আরও বলেন, নতুন ইতিহাস সৃষ্টি হবে। সংসদ বহাল থেকে এই নির্বাচনের মাধ্যমে স্থিতিশীল ব্যবস্থা তৈরি হবে।
তিনি বলেন, ভোট সুষ্ঠু করতে যা করা প্রয়োজন কমিশন তা করবে। এ কাজে রিটানিং কর্মকর্তাদের বেশি সহায়তা করতে হবে। তাদের হাতে অনেক ক্ষমতা রয়েছে সংবিধান অনুযায়ী।
ইসি সচিব হেলালুদ্দিন আহমেদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন অন্য চার কমিশনার।
তিনি বলেন, ভোট সুষ্ঠু করতে যা করা প্রয়োজন কমিশন তা করবে। এ কাজে রিটানিং কর্মকর্তাদের বেশি সহায়তা করতে হবে। তাদের হাতে অনেক ক্ষমতা রয়েছে সংবিধান অনুযায়ী।
এর আগে, ভোট পেছানো সংক্রান্ত বিভিন্ন জোটের চিঠির পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার নির্বাচনের তারিখের পুনঃতফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)।
উল্লেখ্য, গত ৮ নভেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। তবে বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের ভোট পেছানোর দাবির পর সোমবার (১২ নভেম্বর) সন্ধ্যায় পুনঃতফসিল প্রজ্ঞাপন আকারে জারি করে নির্বাচন কমিশন (ইসি)। পুনঃতফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২৮ নভেম্বর, মনোনয়নপত্র বাছাইয়ের দিন ২ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৯ ডিসেম্বর এবং ৩০ ডিসেম্বর ভোটের দিন।
এর আগের ঘোষিত তফসিল ছিল- ২৩ ডিসেম্বর হবে ভোটগ্রহণ। মনোনয়নপত্র জমার শেষ সময় ১৯ নভেম্বর পর্যন্ত, মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ২২ নভেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৯ নভেম্বর এবং ৫ ডিসেম্বর প্রতীক বরাদ্দ দেয়া হবে।
বাংলাদেশ সময়: ১৩:১৯:২৮ ৪৯১ বার পঠিত #bangla news #bangladeshi News #bd news #bongo-news(বঙ্গ-নিউজ) #জাতীয় #শিরোনাম