সোমবার, ১২ নভেম্বর ২০১৮
যুক্তফ্রন্টকে নিয়ে অ্যালায়েন্স (জোট) করতে পারে আওয়ামী লীগ: ওবায়দুল কাদের
Home Page » জাতীয় » যুক্তফ্রন্টকে নিয়ে অ্যালায়েন্স (জোট) করতে পারে আওয়ামী লীগ: ওবায়দুল কাদের
বঙ্গ-নিউজ: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিকল্পধারার সভাপতি অধ্যাপক ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বাধীন যুক্তফ্রন্টকে নিয়ে অ্যালায়েন্স (জোট) করতে পারে আওয়ামী লীগ।
রোববার (১১ নভেম্বর) ২৩, বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ কার্যালয়ে বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে ওবায়দুল কাদের বলেন, ‘নির্বাচনের সময় বাড়ানোর জন্য বিরোধীরা দাবি করলেও আওয়ামী লীগ সময় বাড়ানোর জন্য নির্বাচন কমিশনের কাছে কোনো আবেদন করবে না। তবে নির্বাচন পেছানোর বিষয়ে সব দল চাইলে আমাদের কোনো আপত্তি থাকবে না।’
মহাজোটের কে কে একসঙ্গে ভোট করবে সে তালিকা রোববার নির্বাচন কমিশনে জমা দিয়েছে আওয়ামী লীগ।
এর আগে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যালয়ে দলের সংসদীয় বোর্ডের সভা হয়। সভায় সভাপতিত্ব করেন দলের সভাপতি শেখ হাসিনা। শুরুতে দেয়া বক্তব্যে শেখ হাসিনা বিরোধীদের ভোটে অংশগ্রহণের সিদ্ধান্তকে স্বাগত জানান। একই সঙ্গে সংশ্লিষ্ট দলের নেতাকর্মীদের অভিনন্দন জানান তিনি।
বাংলাদেশ সময়: ৯:০২:৩২ ৪৫১ বার পঠিত #bangla news #bangladeshi News #bd news #bongo-news(বঙ্গ-নিউজ) #জাতীয় #শিরোনাম