রবিবার, ১১ নভেম্বর ২০১৮

একাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠ হবে বলে:প্রধানমন্ত্রী শেখ হাসিনা

Home Page » জাতীয় » একাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠ হবে বলে:প্রধানমন্ত্রী শেখ হাসিনা
রবিবার, ১১ নভেম্বর ২০১৮



ফাইল ছবি   বঙ্গ-নিউজ: যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে বলে।

রবিবার (১১ নভেম্বর) গণভবনে একথা জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, স্বল্পমেয়াদে কোন দেশের উন্নয়ন করা সম্ভব নয়। এজন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনায় দেশকে এগিয়ে নিচ্ছে আওয়ামী লীগ। আবারও ক্ষমতায় এলে দেশকে দারিদ্র্যমুক্ত ঘোষণা করা হবে।

প্রধানমন্ত্রী আরও বলেন, আমাদের যুব সমাজের বেকারত্ব দূর করার জন্যে সরকারি খাত উন্মুক্ত করে দিয়েছি। মোবাইল থেকে শুরু করে এত টেলিভিশন, বিদ্যুৎকেন্দ্র, ব্যাংক, বিমা, বিমান, হেলিকপ্টার সার্ভিস থেকে শুরু করে আজ যা কিছু দেখা যায় তা আমাদের করা। আমি একটি চিন্তা করেছি কর্মসংস্থানের সুযোগ বাড়তে পারে।

শেখ হাসিনা বলেন, আমাদের উন্নয়নের সবচেয়ে বড় বিষয় হচ্ছে গ্রাম পর্যায়ে। উন্নয়ন শহরের মানুষের জন্য নয়। কর্মসংস্থান ব্যাংক করে দিয়েছিলাম। সেই ব্যাংকে কোনো যুবক জামানত ছাড়া ঋণ নিতে পারে। প্রথম পর্যায়ে এটি এক লাখ এবং পরে দুই লাখ করে দিয়েছি। যাতে তারা একটি কিছু নিয়ে কাজ করে খাক।

বাংলাদেশ সময়: ১৮:৩১:৫৩   ৪৬২ বার পঠিত   #  #  #  #  #  #