রবিবার, ১১ নভেম্বর ২০১৮

একাদশ জাতীয় সংসদ নির্বাচন এক মাস পেছানোর দাবি করেছে জাতীয় ঐক্যফন্ট

Home Page » জাতীয় » একাদশ জাতীয় সংসদ নির্বাচন এক মাস পেছানোর দাবি করেছে জাতীয় ঐক্যফন্ট
রবিবার, ১১ নভেম্বর ২০১৮



ছবি সংগৃহীত

বঙ্গ-নিউজ:  একাদশ জাতীয় সংসদ নির্বাচন এক মাস পেছানোর দাবি করেছে জাতীয় ঐক্যফন্ট।

রোববার (১১ নভেম্বর) বিকালে নির্বাচন কমিশন (ইসি) কাছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আমলগীর স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি নির্বাচন কমিশনের (ইসি) কাছে জমা দিয়েছে ঐক্যফ্রন্ট।

বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া উইংয়ের সসদ্য শায়রুল কবির খান।

চিঠি জমা দেওয়ার আগে শায়রুল কবির খান সাংবাদিকদের বলেন, ‘জাতীয় প্রেসক্লাবে এর আগে রোববার দুপুরে সংবাদ সম্মেলন করে ঐক্যফ্রন্ট সংসদ নির্বাচন এক মাস পেছানোর দাবি জানিয়েছিল। সেই দাবি আমরা লিখিতভাবে নির্বাচন কমিশনের কাছে দিতে এসেছি।’

বাংলাদেশ সময়: ১৮:১৫:৪১   ৪২২ বার পঠিত   #  #  #  #  #  #