বৃহস্পতিবার, ২০ জুন ২০১৩

‘সিটি নির্বাচনে পরাজয় আওয়ামী লীগের জন্য সতর্ক বার্তা’

Home Page » জাতীয় » ‘সিটি নির্বাচনে পরাজয় আওয়ামী লীগের জন্য সতর্ক বার্তা’
বৃহস্পতিবার, ২০ জুন ২০১৩



kamrul-islam-300x199.pngবঙ্গ- নিউজ ডটকমঃ সিটি নির্বাচনে পরাজয় আওয়ামী লীগের জন্য সর্তক বার্তা জানিয়ে আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, এ নির্বাচনে পরাজয়ে মন্ত্রী-এমপিদের সঙ্গে কর্মীদের যে দূরত্ব সেটা স্পষ্ট হয়েছে।কর্মীরা যে যথাযথভাবে কাজ করেনি সে বিষয়ে সর্তক বার্তা এসেছে বলেও জানান তিনি।

বৃহস্পতিবার বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে মহানগর আওয়ামী লীগের এক যৌথ সভায় তিনি এসব কথা বলেন।

কামরুল ইসলাম বলেন, এ পরাজয়ে হতাশ কিংবা ভীত হওয়ার কারণ নেই। আমাদের আগামী দিনের কর্ম পরিকল্পনা এ পরাজয় থেকে শিক্ষা নিয়ে ঠিক করতে হবে।

বিএনপি আগামীতে নির্বাচনে যেতে বাধ্য মন্তব্য করে তিনি বলেন, এ নির্বাচনের মাধ্যমে প্রমাণিত হয়েছে সুষ্ঠু নির্বাচনে দলীয় সরকার বাধা নয়। তাই আগামী নির্বাচন তত্ত্বাবধায়কের অধীনে হবে না। সংবিধান অনুযায়ী অন্তবর্তীকালীন সরকারের অধীনে হবে।

এ সময় আরো উপস্থিত ছিলেন, মহানগরীর ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ, সহ-সভাপতি মুকুল চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক হাজী মো. সেলিম, সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, দফতর সম্পাদক সহিদুল ইসলাম মিলন, মোহাম্মদ জামাল প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭:৩৬:১৩   ৪৮১ বার পঠিত