রবিবার, ১১ নভেম্বর ২০১৮
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিবন্ধিত আটটি দল নিয়ে অংশ নেবে বিএনপি
Home Page » প্রথমপাতা » একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিবন্ধিত আটটি দল নিয়ে অংশ নেবে বিএনপি
বঙ্গ-নিউজ: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিবন্ধিত আটটি দল নিয়ে অংশ নেবে বিএনপি। রবিবার (১১ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন কমিশনকে (ইসি) এক চিঠির মাধ্যমে এ তথ্য জানান বিএনপির এক প্রতিনিধি দল। প্রতিনিধি দলের মধ্যে রয়েছে শায়রুল কবির খান, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মন্ডলীর সদস্য বিজন কান্তি সরকারসহ অনেকে।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, ‘একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিম্নলিখিত নিবন্ধিত রাজনৈতিক দলগুলো যৌথভাবে ‘ধানের শীষ’ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করার সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহণ করেছে।’
দলগুলো হলো বিএনপি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), খেলাফত মজলিস, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা), বাংলাদেশ কল্যাণ পার্টি, বাংলাদেশ মুসলিম লীগ ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।
চূড়ান্ত মনোনয়ন সময়সীমার মধ্যে সংশ্লিষ্ট নির্বাচনি আসনে যৌথভাবে মনোনীত প্রার্থীকে প্রতীক বরাদ্দের জন্য লিখিতভাবে অবহিত করা হবে বলেও চিঠিতে উল্লেখ করা হয়।
বাংলাদেশ সময়: ১৮:০১:২৯ ৩৪৮ বার পঠিত #bangla news #bangladeshi News #bd news #bongo-news(বঙ্গ-নিউজ) #জাতীয় #শিরোনাম