শুক্রবার, ৯ নভেম্বর ২০১৮
মধ্যনগরে ছাত্রলীগের আহবায়ক কমিটির আনন্দ মিছিল
Home Page » সারাদেশ » মধ্যনগরে ছাত্রলীগের আহবায়ক কমিটির আনন্দ মিছিলযোবায়ের শামীম,বঙ্গ-নিউজঃসুনামগঞ্জের মধ্যনগর থানা ছাত্রলীগের নবগঠিত আহবায়ক কমিটি শুকবার বেলা আড়াইটায় সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের কমিটিকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল বের করে।মিছিলটি মধ্যনগর বাজারস্থ শহীদ মিনারের সামনে থেকে শুরু হয়ে সারা বাজার প্রদক্ষিণ করে আবার শহীদ মিনারের সামনে এসে শেষ হয়।
মিছিল পরবর্তী আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, থানা ছাত্রলীিগের আাহবায়ক ওয়াসিফ ইরতীজা আলভী,যুগ্ম আহবায়ক আকাশ বিশ্বাস অভি,জহিররায়হান,আশিকনুর,মেহেদি হাসান মান্না,নিউটন সরকার,শফিকুল ইসলাম লিমন প্রমুখ।
এছাড়াও মিছিলে অংশগ্রহন করে মধ্যনগর থানার ৪টি ইউনিয়নের ২শতাধিক ছাত্রলীগের নেতৃবৃন্দ।
বাংলাদেশ সময়: ১৯:১১:৪৫ ৩৯৭ বার পঠিত