বুধবার, ৭ নভেম্বর ২০১৮
‘বিএনপি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মুক্তিযোদ্ধার দল, আপনাদের কবরে যেতে হবে প্যারোলে’: গয়েশ্বর
Home Page » এক্সক্লুসিভ » ‘বিএনপি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মুক্তিযোদ্ধার দল, আপনাদের কবরে যেতে হবে প্যারোলে’: গয়েশ্বর
বঙ্গ-নিউজ: আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে উদ্দেশ্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘সময় আসছে আপনাদের কবরে যেতে হবে প্যারোলে।’
বঙ্গ-নিউজ: মঙ্গলবার (৬ নভেম্বর) রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় ঐক্যফ্রন্ট আয়োজিত সমাবেশে তিনি একথা বলেন।
বিএনপিকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মুক্তিযোদ্ধার দল উল্লেখ করে গয়েশ্বর বলেন, শেখ হাসিনা দেখেন এই মঞ্চে যারা আছেন তারা সবাই রণাঙ্গনের মুক্তিযোদ্ধা। তারা এ দেশ স্বাধীন করেছেন।
খালেদা জিয়ার কারাবন্দি থাকার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, ‘ওবায়দুল কাদের বলেন, খালেদা জিয়া যদি প্যারোলে মুক্তি চান, তাহলে তিনি তার প্রধানমন্ত্রীকে বলবেন।’
‘ওবায়দুল কাদের সাহেব বেগম খালেদা জিয়াকে অনুকম্পা করে এমন কোনো মায়ের সন্তান এই বাংলাদেশ জন্মগ্রহণ করেনি। খালেদা জিয়া মুক্ত হবে আইনি প্রক্রিয়ায়। খালেদা জিয়া গণতন্ত্রের মা, আপসহীন নেত্রী। তাকে প্যারোলে মুক্তি দিতে হবে? সময় আসছে আপনাদের কবরে যেতে হবে প্যারোলে- বলেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য।’
জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন জোটের আহবায়ক ড. কামাল হোসেন। প্রধান বক্তা আ স ম আব্দুর রব এবং সভাপতিত্ব করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ব্যানার, প্লাকার্ড ও ফেস্টুন নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে সারা দেশ থেকে ঐক্যফ্রন্টের নেতাকর্মীরা যোগ দেন জনসভায়।
জনসভাকে ঘিরে সতর্ক অবস্থানে ছিল আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী। সিলেট ও চট্টগ্রামের পর ঢাকায় জনসভা করেছে জাতীয় ঐক্যফ্রন্ট।
বাংলাদেশ সময়: ১০:১৩:০৬ ৪১৫ বার পঠিত #bangla news #bangladeshi News #bd news #bongo-news(বঙ্গ-নিউজ) #জাতীয় #শিরোনাম