মঙ্গলবার, ৬ নভেম্বর ২০১৮
গলইখালী গ্রামের শহীদ মিনার ও আমার কিছু কথা - অসীম সরকার
Home Page » বিবিধ » গলইখালী গ্রামের শহীদ মিনার ও আমার কিছু কথা - অসীম সরকারআমি যখন প্রাথমিক পড়ি। চারজন স্যারের সান্নিধ্য পেয়েছিলাম। নরেশ স্যার, গীতেশ স্যার,লনীনি স্যার,ঝরনা দিদিমনির ক্লাস করেছি। তারা যখন পরিবেশ পরিচিতি সমাজ বই পড়াতেন তখন ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের পাঠ ভালো লাগতো। যখন সালাম,রফিক,জব্বার, বরকত, শফিউয়ের কথা লনীনি স্যার বলতেন তখন তাদের কাছে শ্রদ্ধায় মাথা নত হত। বাংলা ভাষার মান রক্ষার জন্য তাদের কাছে ঋণী হয়ে থাকলাম।
তখন আমাদের গ্রামে শহীদ মিনার নাই।
আমি নির্মলদা,মানিক দা,পরেশদা,অঞ্জনাদিদির সাথে মধ্যনগর বিশ্বশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনারে ফুল দিতাম শহীদের উদ্দেশ্যে।
এসএসসি পাশের পর পরেশদার হাত ধরে সিলেট আসি এবং সিলেট সরকারি কলেজে ভর্তি হই। ২০০৭ সালে এইচএসসি পাশের পর সুনামগঞ্জ সরকারি কলেজে ডিগ্রি ভর্তি হই। ২০০৮ সালে অনার্সে পড়ার চান্স পাওয়ায় সুনামগঞ্জে আর পড়া হয়নি।ভর্তি হয়ে গেলাম সিলেট এম সি কলেজে। তখন মধ্যনগর ছাত্র কল্যাণ পরিষদ সিলেটে কাজ করেছি।
ছাত্র কল্যাণের ব্যানারে আমরা ফুল দিতাম সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে।
২০০৮ সালে গলইখালী স্টুডেন্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন নামে গ্রামে সংগঠন করি। ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে আমাদের গ্রামে ছাত্র ছাত্রীদের নিয়ে শহীদ মিনার নির্মাণ করে শহীদের উদ্দেশ্যে পুষ্পস্তবক অর্পণ করি। ঐদিন আমাদের সাথে মাও রাত জেগেছিলেন। মিনার তৈরীতে নন্দন,সজল, চন্দন,জুয়েল,রজত
,স্মৃতি,বাবলু, নিশিসহ অনেকেই রাতভর কাজ করেছে।
সেই থেকে প্রতিবছর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও বিজয় দিবসে ছাত্র ছাত্রীসহ সকলে মিলে দিবস উদযাপন করে এবং শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে। গলইখালী স্কুল মাঠে সকলে মিলে বিভিন্ন খেলা ও প্রতিযোগিতা আয়োজন করে। কিন্তু মাঠের মধ্যে যে বিদ্যুতের কুটি স্থাপন করা হয়েছে তাতে এবার শিক্ষার্থীদের খেলাধুলা বাধাগ্রস্ত হবে।
আরো দুঃখের বিষয় হল ১১ বছরেও এই মিনারটি স্থায়িভাবে পাকাহয়নি।
শুনেছি এবছরও তারা বাঁশ, কাঠ,কাগজ,কাপড় দিয়ে শহীদ মিনার নির্মাণ করে ফুল দিবে।
আমি বলি কি যথাযথ কর্তৃপক্ষ চাইলেই গলইখালী গ্রামে একটি শহীদ মিনার স্থাপন করে দিতে পারেন। দেশপ্রেমিকরা এগিয়ে আসলে আগামী একুশে ফেব্রুয়ারি আগেই আমরা শহীদ মিনার নির্মাণ করতে চাই।
বাংলাদেশ সময়: ১৫:২৯:৩২ ৪৩৫ বার পঠিত