বৃহস্পতিবার, ২০ জুন ২০১৩
সোনমের বাবা প্রীতি
Home Page » বিনোদন » সোনমের বাবা প্রীতিবঙ্গ- নিউজ ডটকমঃ বলিউড অভিনেত্রী সোনম কাপুরের সেলিব্রেটি হওয়ার খ্যাতি একটুও পাল্টে দেয়নি তার জীবনকে। অন্য দশটি সাধারণ মেয়ের মতোই তিনি জীবন যাপন করেন।ফ্যাশনদুরস্ত এ অভিনেত্রী প্রত্যেক কাজ করার সময় তার বাবা বলিউড অভিনেতা অনিল কাপুর থেকে পরামর্শ নেন।
সোনম বলেন, আমি যদি বাবার কাছ থেকে পরামর্শ না নিই তাহলে সেটা হবে বোকামি। যেকোনো চরিত্রে অভিনয় করতে হলে বাবার সঙ্গে আলোচনা করেই করি। বাবা যদি ভালো মনে না করে তাহলে আমি ওই ছবিটিই বাদ দিয়ে দিই।
তিনি আরো বলেন, বাবা খুবই অভিজ্ঞতাসম্পন্ন অভিনেতা। যেকোনো সিদ্ধান্ত দেয়ার ব্যপারে তিনি অনেক চিন্তা ভাবনা করেন। আমি তার সঙ্গে অনেক তর্ক করি কিন্তু এতে বাবা হাসেন, কখনই রাগ করেন না।
আমার বাবা খুব ভালো বাবাদের একজন জানিয়ে সোনম বলেন, বাবা আমাকে সঠিক পথে পরিচালনা করেন।
বাংলাদেশ সময়: ১৪:১৭:৪৯ ৪৩১ বার পঠিত