রবিবার, ৪ নভেম্বর ২০১৮
মধ্যনগরে আওয়ামীলীগের নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত
Home Page » সারাদেশ » মধ্যনগরে আওয়ামীলীগের নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিতস্টাফ রিপোর্টার,বঙ্গ-নিউজঃসুনামগঞ্জের মধ্যনগর থানা আওয়ামীলীগের নির্বাচন পরিচালনা কমিটির সমন্বনয় সভা অনুষ্ঠিত হয়েছে।রবিবার বেলা দুঘটিকায় মধ্যনগর বাজারস্থ আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
মধ্যনগর থানা আওয়ামীলীগের একাংশের আহবায়ক গিয়াস উদ্দিন নুরীর সভাপতিত্বে এবং মধ্যনগর থানা যুবলীগের সভাপতি মোস্তাক আহমেদ এর সঞ্চালনায় এতে বক্তব্য দেন মধ্যনগর থানা আওয়ামীলীগের একাংশের যুগ্ম আহ্বায়ক মোবারক হোসেন তালুকদার,জামাল উদ্দীন,আওয়ামীলীগ নেতা ও সাবেক চেয়ারম্যান আজগর আলী,সাবেক চেয়ারম্যান আব্দুল খালেক,মধ্যনগন থানা আওয়ামীলীগের সদস্য ও সাবেক চেয়ারম্যান সাইদুর রহমান,মধ্যনগর থানা জাতীয় শ্রমিকলীগের সভাপতি এসএম শামসুদ্দীন মাস্টার,জেলা মৎস্যজীবি লীগের যুগ্ম আহবায়ক রুহুল আমিন খান,মধ্যনগর থানা যুবলীগের সাধারন সম্পাদক বিদ্যুৎ কান্তি সরকার,যুগ্ম সম্পাদক ওবায়দুল ইসলাম খান রনি,সাবেক থানা ছাত্রলীগের সভাপতি পারভেজ আহমেদ প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৬:২১:৪৫ ৫৭০ বার পঠিত