শনিবার, ৩ নভেম্বর ২০১৮
৪ নভেম্বর স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের নেতৃত্বাধীন ১৪ দলের সংলাপ !
Home Page » প্রথমপাতা » ৪ নভেম্বর স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের নেতৃত্বাধীন ১৪ দলের সংলাপ !
বঙ্গ-নিউজ: ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সঙ্গে সংলাপ করবে তার সহযোগী রাজনৈতিক সংগঠন ১৪দল। রোববার (৪ নভেম্বর) রাত ৮টায় গণভবনে এই সংলাপটি অনুষ্ঠিত হবে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, সংলাপে অংশ নেয়া পার্টি, সব মিলিয়ে ৮০টার মতো দল হয়ে যায়। এ পর্যন্ত আমরা ৩২টি আবেদন পেয়েছি।
এর মধ্যে ১৪ দল এবং জাতীয় পার্টি ছাড়া ৩১টি আবেদন পেয়েছি। আমরা ৮ তারিখ পর্যন্ত যেতে পারছি না, কারণ সিডিউল ডিক্লেয়ার, নমিনেশন নানা বিষয় আছে।
আমরা ৭ তারিখে শেষ করব। ৪ তারিখে ১৪ দল, ৫ তারিখে জাতীয় পার্টির (জাপা) সঙ্গে আমরা বৈঠক করব। এরপর ইসলামী কিছু দল আছে, সিপিবির নেতৃত্বে বাম গণতান্ত্রিক জোটও সংলাপে অংশ নেবে।
আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সংলাপে বসবেন ১৪ দলীয় জোটের মুখপাত্র এবং স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের নেতৃত্বাধীন ১৪ দলের নেতারা।
বাংলাদেশ সময়: ১৫:০৩:০০ ৫২৩ বার পঠিত #bangla news #bangladeshi News #bd news #bongo-news(বঙ্গ-নিউজ) #জাতীয় #শিরোনাম