
শনিবার, ৩ নভেম্বর ২০১৮
বিশৃঙ্খলার চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তা মোকাবেলা করবে:স্বরাষ্ট্রমন্ত্রী
Home Page » জাতীয় » বিশৃঙ্খলার চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তা মোকাবেলা করবে:স্বরাষ্ট্রমন্ত্রী
বঙ্গ-নিউজ: নির্বাচনকে কেন্দ্র করে কেউ যদি বিশৃঙ্খলার চেষ্টা করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তা মোকাবেলা করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
শনিবার (৩ নভেম্বর) রাজধানীর নাজিমুদ্দিন রোডের পুরনো কারাগারে জাতীয় চার নেতাকে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, নির্বাচনকালীন আইনশৃঙ্খলা রক্ষা করা নির্বাচন কমিশনের দায়িত্ব। পাশাপাশি আমাদের আইনশৃঙ্খলা বাহিনী দক্ষতা ও পেশাদারিত্বের দিক দিয়ে আগের চেয়ে অনেক বেশি সক্ষমতা অর্জন করেছে। কাজেই নির্বাচনকে কেন্দ্র করে কেউ যদি বিশৃঙ্খলার চেষ্টা করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তা মোকাবেলা করবে।
এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী কারাবন্দি অবস্থায় নিহত জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, ক্যাপ্টেন এম. মনসুর আলী এবং আবু হেনা মোহাম্মদ কামরুজ্জামানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
বাংলাদেশ সময়: ১৪:২৮:৪৭ ৬০০ বার পঠিত #bangla news #bangladeshi News #bd news #bongo-news(বঙ্গ-নিউজ) #জাতীয় #শিরোনাম