শুক্রবার, ২ নভেম্বর ২০১৮
মধ্যনগরে আওয়ামীলীগ মনোনয়ন প্রত্যাশী শক্তি রায়ের গনমিছিল ও আলোচনা সভা
Home Page » সারাদেশ » মধ্যনগরে আওয়ামীলীগ মনোনয়ন প্রত্যাশী শক্তি রায়ের গনমিছিল ও আলোচনা সভাস্টাফ রিপোর্টার,বঙ্গ-নিউজঃসুনামগঞ্জের মধ্যনগর বাজারে শুক্রবার বেলা দুইঘটিকায় সাবেক তুগোর ছাত্রলীগ নেতা,ডাক্তার এসপি রায় ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এবং আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী শক্তি রায়ের নেতৃত্বে নৌকার সমর্থনে গণমিছিল বের করা হয়। মিছিলটি মধ্যনগর বাজারস্থ শহীদ মিনার থেকে শুরু হয়ে সারা বাজার প্রদক্ষিণ শেষে আবার শহীদ মিনারের সামনে এসে শেষ হয়।
মিছিল শেষে শহীদ মিনার প্রাঙ্গনে আলোচনা সভার আয়োজন করা হয়। মধ্যনগর থানা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের আহ্বায়ক শেখ মোহাম্মদ আলী হোসেনের পরিচালনায় এবং মধ্যনগর থানা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক কুতুবউদ্দিন তালুকদারের সভাপতিত্বে এতে বক্তব্য দেন, মধ্যনগর থানা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক এনামুল হক এনাম,মধ্যনগর থানা যুবলীগের যুগ্ম সাধারন সম্পাদক মেহেদি হাসান উজ্জ্বল,উত্তর বংশীকুণ্ডা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক শহীদুল ইসলাম।
মনোনয়ন প্রত্যাশী শক্তি রায়,তাঁর বক্তব্যে আওয়ামীলীগ সরকারের উন্নয়ন কর্মকাণ্ড সরকারের নিকট তুলে ধরেন।এবং আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার পক্ষে ভোট চান।
এছাড়াও উক্ত কর্মসূচিতে সর্বস্তরের সাধারন মানুষ অংশগ্রহন করে।
বাংলাদেশ সময়: ১৮:১৫:৩১ ৫৬৮ বার পঠিত