শুক্রবার, ২ নভেম্বর ২০১৮

সাড়ে ৩ ঘন্টার সংলাপ শেষে মির্জা ফখরুল ,” আমি সন্তুষ্ট নই ‘তবে একদিনে সব পাওয়া যায় না”

Home Page » জাতীয় » সাড়ে ৩ ঘন্টার সংলাপ শেষে মির্জা ফখরুল ,” আমি সন্তুষ্ট নই ‘তবে একদিনে সব পাওয়া যায় না”
শুক্রবার, ২ নভেম্বর ২০১৮



ছবি সংগৃহীত

বঙ্গ-নিউজ: শেষ হয়েছে বহুল কাঙ্খিত সংলাপ। গণভবনে বৃহস্পতিবার (১ নভেম্বর) সন্ধ্যায় ৭ টার পর আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে বসে জাতীয় ঐক্যফ্রন্ট নেতৃবৃন্দ। দীর্ঘ সাড়ে তিন ঘন্টা আলোচনা করে ১০টা ৩০ মিনিটে শেষ হয়।

জাতীয় ঐক্যফ্রন্টের সাথে সংলাপের শুরুতে প্রধানমন্ত্রী তাঁর সূচনা বক্তব্যে বলেন, আজকে এই অনুষ্ঠানে আপনারা এসেছেন গণভবন মানে জনগণের ভবনে। গণভবনে আপনাদেরকে স্বাগত জানাই।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছি এবং দীর্ঘ সংগ্রামের পথ পাড়ি দিয়ে গণতন্ত্রের ধারা অব্যাহত রেখেছি। সেটা বাংলাদেশের উন্নয়নের গতিধারা অব্যাহত রাখার ক্ষেত্রে বিরাট অবদান রাখবে বলে মনে করি।

এই দেশটা আমাদের সকলের, মানুষের ভাগ্যের পরিবর্তন করা, দেশকে এগিয়ে নিয়ে যাওয়া এবং দেশের সার্বিক উন্নয়ন এটাই আমাদের মূল লক্ষ্য। আমি এটা বিচারের ভার আপনাদের উপর ছেড়ে দেব। দীর্ঘ নয় বছর ১০ মাস হতে চলল, আমার সরকার এই সময়ের মধ্যে দেশে কত উন্নয়ন করেছে সেটা নিশ্চয়ই আপনারা বিবেচনা করে দেখবেন। এটুকু বলতে পারি বাংলাদেশের সাধারণ মানুষ ভালো আছে। তাদের ভাগ্যের পরিবর্তন ঘটছে। দিনবদলের যে সূচনা করেছিলাম সেই দিন বদল হচ্ছে। এটাকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে।

আমাদের মহান নেতা জাতির পিতার নেতৃত্বে আমরা স্বাধীনতা অর্জন করেছি। আজকে সেই স্বাধীনতার সুফল যেন, প্রতিটি মানুষের ঘরে ঘরে পৌঁছাতে পারে সেটাই আমাদের একমাত্র লক্ষ্য। সেই লক্ষ্য নিয়েই আমরা কাজ করছি।

সংলাপ শেষে গণভবন থেকে বেরিয়ে যাওয়ার সময় ড. কামাল হোসেন শুধু এটুকুই বলেন যে, ‘ভালো আলোচনা হয়েছে।’

পরে বৃহস্পতিবার (১ নভেম্বর) রাতে নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে ড. কামাল জানান, দুই পক্ষের মধ্যে আলোচনা হয়েছে। দুই পক্ষই একে-অপরের কথা শুনেছে। একপর্যায়ে তিনি বলেন, ‘…প্রধানমন্ত্রী বেশ লম্বা বক্তৃতা দিলেন। কিন্তু বিশেষ কোনো সমাধান আমরা পাইনি।’

আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর কাজী জাফর উল্যাহ সাংবাদিকদের বলেন, ‘বিএনপি সাত দফার কথা বলেছে। আমরা তাদের কথা শুনেছি। আলোচনা ফলপ্রসূ হয়েছে। বরফ গলতে শুরু করেছে।’

প্রথমে কথা বলতে রাজি না হলেও শেষে গাড়িতে বসে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বলেন, ‘আমি সন্তুষ্ট নই।’ পরে ড. কামাল হোসেনের বাসায় আয়োজিত সংবাদ সম্মেলনেও একই কথা বলেন তিনি। তবে মির্জা ফখরুল এও বলেছেন, ‘একদিনে সব পাওয়া যায় না।’

সংলাপ শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন,অত্যন্ত খোলামেলা আলোচনা হয়েছে। সংলাপে আওয়ামী লীগের সিনিয়র নেতারা আলোচনা করেছেন। আলোচনা অব্যাহত থাকবে।

এদিকে সংলাপ শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, কেউ সভা সমাবেশ করতে চাইলে পারবে, তবে রাস্তা বন্ধ না করে নির্দিষ্ট মাঠে সমাবেশ করতে পারবেন।

বিদেশী পর্যবেক্ষকের ব্যাপারে সাধারণ সম্পাদক বলেন, বিদেশী পর্যবেক্ষকরা আসবে, এই আসার ব্যাপারে সরকারের সমর্থন করেছে।

তিনি আরও বলেন, যদি কোন মামলা রাজনৈতিক মামলা মনে হয় তাহলে তা প্রধানমন্ত্রীর কাছে তালিকা পাঠাবে, তদন্ত করা হবে।

নির্বাচন কমিশন নিয়ে বলেন, নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করবেন, সরকার কোন হস্তক্ষেপ করবে না। নির্বাচনে ইভিএম সীমিত আকারে ব্যবহারে আওয়ামী লীগের সমর্থন রয়েছে।

খালেদা জিয়ার মুক্তির ব্যাপারে তিনি বলেন, এটা আইনের ব্যাপার, এটা সংলাপের বিষয় হতে পারে না। এই তত্বাবধায়ক সরকারের করা মামলা, আমরা দেই নি।

ওবায়দুল কাদের বলেন, সংলাপ চলাকালীন ড. কামাল হোসেন প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন।

তিনি আরও বলেন, ছোট পরিসরে বসার জন্য প্রধানমন্ত্রীর দরজা খোলা। কেউ আসলে অবশ্যই আলোচনা হবে।

আলোচনা কি আজই শেষ? না আরও হবে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য তোফায়েল আহমেদ বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন, যেকোনো জায়গায় যেকোনো সময় আলোচনা হতে পারে। আমরা তাদের নির্বাচনে অংশ নেওয়ার কথা বলেছি।’

অন্যদিকে ঐক্যফ্রন্টের অন্যতম শরিক দল জেএসডির সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, ‘সাত দফা নিয়ে আন্দোলন অব্যাহত থাকবে।’

গণভবনে আওয়ামী লীগ ও ১৪ দলের ২৩ সদস্যের দলের নেতৃত্বে ছিলেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ঐক্যফ্রন্টের ২১ সদস্যের দলে নেতৃত্ব ছিলেন ড. কামাল হোসেন।

উল্লেখ্য, ঐক্যফ্রন্ট গত রোববার সংলাপের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি পাঠান। এরপর ৩০ অক্টোবর সংলাপের আহ্বান জানিয়ে জাতীয় ঐক্যফ্রন্টের দেয়া চিঠির জবাব দেয় আওয়ামী লীগ। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় গণভবনে সংলাপের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণপত্র ঐক্যফ্রন্ট আহ্বায়ক ড. কামাল হোসেনের কাছে পৌঁছে দেয় আওয়ামী লীগের একটি প্রতিনিধিদল।

বাংলাদেশ সময়: ১০:১৬:২২   ৪৬২ বার পঠিত   #  #  #  #  #  #