বুধবার, ৩১ অক্টোবর ২০১৮

জাতীয় ঐক্যফ্রন্টে অংশগ্রহনের জন্য কাদের সিদ্দিকীকে অনুরোধ জানান মির্জা ফখরুল

Home Page » প্রথমপাতা » জাতীয় ঐক্যফ্রন্টে অংশগ্রহনের জন্য কাদের সিদ্দিকীকে অনুরোধ জানান মির্জা ফখরুল
বুধবার, ৩১ অক্টোবর ২০১৮



 

 

ছবি সংগৃহীত

বঙ্গ-নিউজ:  বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। মঙ্গলবার (৩০ অক্টোবর) রাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় কাদের সিদ্দিকীর বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার রাতে কৃষক শ্রমিক জনতা লীগ যুগ্ম-সম্পাদক প্রিন্সিপাল ইকবাল সিদ্দিকীর পাঠানো এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।

দেড় ঘন্টার এ বৈঠকে দেশের রাজনৈতিক পরিস্থিতি ও আওয়ামী লীগের সঙ্গে জাতীয় ঐক্যফ্রন্টের সংলাপের বিষয়বস্তু তুলে ধরেন মির্জা ফখরুল। এসময়ে তিনি জাতীয় স্বার্থে কাদের সিদ্দিকীর আবদান ও ভূমিকার প্রশংসা করেন এবং জাতীয় ঐক্যফ্রন্টে তার অংশগ্রহনের বিষয়েও অনুরোধ জানান বলে জানা গেছে।

এ বিষয়ে কৃষক শ্রমিক জনতা লীগের এক নেতা জানান, বিএনপি মহাসচিবের সঙ্গে তাদের হৃদ্যতাপূর্ণ বৈঠক হয়েছে। বৈঠকে তিনি বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি ছাড়াও সরকারের সঙ্গে তাদের সংলাপের বিষয়ে অবহিত করেন। এসময়ে কৃষক শ্রমিক জনতা লীগের পক্ষ থেকে এই উদ্যোগকে স্বাগত জানানো হয়। জাতীয় ঐক্যফ্রন্টে যোগদানের বিষয়ে আগামী দুই একদিনের মধ্যে তাদের সিদ্ধান্ত জানানো হবে বলেও তিনি জানান।

এদিকে বুধবার (৩০ অক্টোবর) দুপুর ১২টায় এক সংবাদ সম্মেলনে বঙ্গবীর কাদের সিদ্দিকী বর্তমান দেশের রাজনৈতিক পরিস্থিতি ও জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংলাপ বিষয়ে তার মতামত ব্যক্ত করবেন।

বাংলাদেশ সময়: ৮:৫০:৪১   ৩৮৪ বার পঠিত   #  #  #  #  #  #