বুধবার, ৩১ অক্টোবর ২০১৮

আমিরিকায় হামলা চালাতে সক্ষম ক্ষেপণাস্ত্র তৈরি করতে এক বছর লাগবে উত্তর কোরিয়ার !

Home Page » এক্সক্লুসিভ » আমিরিকায় হামলা চালাতে সক্ষম ক্ষেপণাস্ত্র তৈরি করতে এক বছর লাগবে উত্তর কোরিয়ার !
বুধবার, ৩১ অক্টোবর ২০১৮



ফাইল ছবি

বঙ্গ-নিউজ:  আমিরিকার মূল ভূখণ্ডে হামলা চালাতে সক্ষম ক্ষেপণাস্ত্র তৈরি করতে আর মাত্র এক বছর লাগবে উত্তর কোরিয়ার। মার্কিন গোয়েন্দারা এমনটাই ধারণা করছে। পূর্বে দেয়া মার্কিন গোয়েন্দা রিপোর্টে যে পূর্বাভাস দেওয়া হয়েছিল, তা এবার তিন বছর কম বলে মনে করা হচ্ছে।

বর্তমানে নতুন গোয়েন্দা রিপোর্টে অনুযায়ী বলা হয়েছে, এক বছরে মধ্যেই পরমাণু বোমাবাহী আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র বা আইসিবিএম পুনরায় আবহ মণ্ডলে ঢোকার ধকল সহ্য করার মতো সক্ষম হয়ে উঠতে পারবে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র।

চলতি মাসের গোড়ার দিকে পিয়ংইয়ং প্রথম আইসিবিএমের পরীক্ষা করেছে। এই ক্ষেপণাস্ত্র আলাস্কায় পৌঁছাতে পারবে বলে বিশেষজ্ঞরা ধারণা করছেন। এই পরীক্ষাকে কেন্দ্র করে উত্তর কোরিয়ার আইসিবিএম নিয়ে নতুন করে কথা উঠেছে।

বাংলাদেশ সময়: ৮:৪১:২৩   ৩৯৭ বার পঠিত   #  #  #  #  #  #