মঙ্গলবার, ৩০ অক্টোবর ২০১৮

প্রধানমন্ত্রীর আমন্ত্রণপত্র ড. কামালের কাছে হস্তান্তর:আ’লীগ প্রতিনিধি দল

Home Page » এক্সক্লুসিভ » প্রধানমন্ত্রীর আমন্ত্রণপত্র ড. কামালের কাছে হস্তান্তর:আ’লীগ প্রতিনিধি দল
মঙ্গলবার, ৩০ অক্টোবর ২০১৮



 

 

ফাইল ছবি

বঙ্গ-নিউজ:  ১ নভেম্বর গণভবনে সংলাপের বিষয়ে প্রধানমন্ত্রীর আমন্ত্রণপত্র ড. কামাল হোসেনের কাছে হস্তান্তর করেছেন আ’লীগ প্রতিনিধি দল। মঙ্গলবার (৩০ অক্টোবর) সকালে এ সংক্রান্ত চিঠি নিয়ে ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেনের কাছে হস্তান্তর করেছে আওয়ামী লীগের প্রতিনিধি দল।

এ বিষয়ে বিস্তারিত মঙ্গলবার (৩০ অক্টোবর) সকাল সাড়ে নয়টায় সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ নিয়ে বিস্তারিত জানাবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আওয়ামী লীগের বিশ্বস্ত একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানায়, রাতেই এ সংক্রান্ত চিঠির ড্রাফট প্রস্তুত করা হয়েছে। তবে, চিঠিতে কী লেখা আছে সে বিষয়ে কিছু জানাতে পারেনি ওই সূত্র।

আওয়ামী লীগের আরেকটি সূত্র নিশ্চিত করেছে, সোমবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় দফতর সম্পাদক আব্দুস সোবহান গোলাপকে ফোন করেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তিনি গোলাপকে ড. কামাল হোসেনের কাছে সংলাপের চিঠি নিয়ে যাওয়ার নির্দেশ দেওয়ার পাশাপাশি ঐক্যফ্রন্টের নেতারা কতজন আসবেন এবং সংলাপের পাশাপাশি কী কী খাবেন সেই মেন্যুও জানতে চাওয়ার নির্দেশ দেন।

এর আগে গতকাল সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকে অনির্ধারিত আলোচনায় ঐক্যফ্রন্টের সঙ্গে সংলাপে বসার বিষয়ে অন্য মন্ত্রিদের মতামত জানতে চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মন্ত্রিসভার সদস্যদের মতামতের ভিত্তিতে সংলাপে বসার সিদ্ধান্ত দেন প্রধানমন্ত্রী।

এই সংবাদ সোমবার আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে গণমাধ্যমকে জানান দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, আওয়ামী লীগ ঐক্যফ্রন্টের সঙ্গে সংলাপে বসবে। এই সংলাপে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা নেতৃত্ব দেবেন । সংলাপের দিন, সময় ও স্থান পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে বলে উল্লেখ করেন ওবায়দুল কাদের। এরপর সংসদে গিয়ে গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টুকে ফোন করেন তিনি।

আর তারও আগে গত রবিবার (২৮ অক্টোবর) জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে অর্থবহ সংলাপের জন্য আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং দলটির সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বরাবর চিঠি দেন ড. কামাল হোসেন। সেই চিঠির পরিপ্রেক্ষিতেই আলোচনায় বসার সিদ্ধান্ত হয়।

বাংলাদেশ সময়: ৮:৪৫:৩৯   ৪৫৪ বার পঠিত   #  #  #  #  #  #