বৃহস্পতিবার, ২০ জুন ২০১৩

‘হলিউডে অভিনয় শুধুই একটি গুজব’

Home Page » বিনোদন » ‘হলিউডে অভিনয় শুধুই একটি গুজব’
বৃহস্পতিবার, ২০ জুন ২০১৩



sonom-kapur-300x200.jpgবঙ্গ- নিউজ ডটকমঃ বলিউড অভিনেত্রী সোনম কাপুর হলিউডে অভিনয় করার কথা গুজব বলে উড়িয়ে দিলেন।বলিউড অভিনেতা অনিল কাপুর ও সোনম কাপুর একসঙ্গে হলিউডের একটি ছবিতে অভিনয় করছেন মঙ্গলবার এরকম প্রতিবেদন প্রকাশিত হয় ভারতীয় গণমাধ্যমগুলোতে।

প্রতিবেদনে বলা হয়, ‘কারি ইন লাভ’ নামক ওই ছবিতে অনিল-সোনম পিতা-কন্যার চরিত্রে অভিনয় করবেন।

সোনম বলেন, হলিউড থেকে এ ধরনের কোনো প্রস্তাবই আসেনি। এটা শুধুই একটি গুজব।

তিনি আরো বলেন, আমার ক্ষেত্রে ভাষাগত কোনো বাধা নেই। চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয়ের প্রস্তাব পেলে যে ভাষারই হোক তাতে আমি অভিনয় করতে প্রস্তুত। তবে আমি একই ধরনের চরিত্রে বারবার অভিনয় করতে চাই না।

বলিউডের এ অভিনেত্রী বর্তমানে রঞ্জনা ছবির প্রচারে ব্যস্ত রয়েছেন। সোনম অভিনীত এ ছবিটি পরিচালনা করেছেন আনন্দ এল রাই। তামিল ভাষায়ও ডাবিং করা হয়েছে ছবিটি। আগামী ২১ জুন মুক্তি পাচ্ছে ছবিটি।

বাংলাদেশ সময়: ১১:২৫:৫১   ৪৩৭ বার পঠিত