রবিবার, ২৮ অক্টোবর ২০১৮
৭ দফা দাবিতে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে আজ চিঠি দেবে ঐক্যফ্রন্ট
Home Page » জাতীয় » ৭ দফা দাবিতে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে আজ চিঠি দেবে ঐক্যফ্রন্ট
বঙ্গ-নিউজ: সংসদ ভেঙ্গে দিয়ে সব দলের অংশগ্রহণে একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের দাবিসহ ঘোষিত সাত দফা নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং নির্বাচন কমিশনকে পৃথক চিঠি দেবে জাতীয় ঐক্যফ্রন্ট।
রোববার (২৮ অক্টোবর) চিঠি দেবে জাতীয় ঐক্যফ্রন্ট। এছাড়া রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) একেএম নূরুল হুদাকেও তারা চিঠি দেবে।
তফসিল ঘোষণার আগে রাষ্ট্রপতি ও প্রধান নির্বাচন কমিশনারকে চিঠি দেবে জাতীয় ঐক্যফ্রন্ট। শুক্রবার রাতে জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের বাসায় অনুষ্ঠিত বৈঠকে চিঠির খসড়া চূড়ান্ত করা হয়। বৈঠকে সিদ্ধান্ত হয়েছিল শনিবার দুপুরের মধ্যে ওই দু’জনের কাছে চিঠি পৌঁছে দেয়ার।
মোস্তফা মহসিন মন্টু বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ঢাকার বাইরে থাকায় চিঠি না দিয়ে তারা চট্টগ্রামে ঐক্যফ্রন্টের সমাবেশে যোগ দেন। আশা করি আজ চিঠি পৌঁছে দেব।’
স্থায়ী কমিটির এক নেতা বলেন, তফসিল ঘোষণার আগেই সংলাপে বসতে প্রধানমন্ত্রীকে জাতীয় ঐক্যফ্রন্টের সাত দফাসহ একটি স্মারকলিপি দেয়া হবে। তার আগে নির্বাচন কমিশনেও একটি স্মারকলিপি দেয়া হবে। এটি আজ অথবা আগামীকালের মধ্যে দেয়া হতে পারে। ঐক্যফ্রন্টের নেতারাই এ স্মারকলিপি পৌঁছে দেবেন।
এদিকে শনিবার রাতে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক হয়। সেখানে শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরকে চিঠি দেয়া নিয়ে বিস্তারিত আলোচনা করেন নেতারা।
বাংলাদেশ সময়: ৯:১২:০৩ ৫০২ বার পঠিত #bangla news #bangladeshi News #bd news #bongo-news(বঙ্গ-নিউজ) #জাতীয় #শিরোনাম