শুক্রবার, ২৬ অক্টোবর ২০১৮
বিকল্পধারায় যোগ দিলেন শমসের মবিন
Home Page » এক্সক্লুসিভ » বিকল্পধারায় যোগ দিলেন শমসের মবিনবঙ্গ-নিউজঃখালেদা জিয়ার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী ও সাবেক প্রতিমন্ত্রী গোলাম সারোয়ার মিলন বিকল্পধারা বাংলাদেশে যোগ দিয়েছেন।আজ শুক্রবার বিকেলে তারা বিকল্পধারার সভাপতি ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর হাতে ফুল দিয়ে দলে যোগ দেন।এর আগে বিকল্পধারার অঙ্গ সংগঠন বিকল্প যুবধারার বিশেষ কাউন্সিলে যোগ দেন মবিন ও মিলন। পরে বিকল্পধারার যুগ্ম মহাসচিব মাহী বি. চৌধুরী তাদের আমন্ত্রণ জানিয়ে মঞ্চে নিয়ে আসেন।
এ সময় সদ্য ২০ দলীয় জোট ত্যাগ করা বাংলাদেশ নাপের চেয়ারম্যান জেবেল রহমান গাণি ও মহাসচিবগোলাম মোস্তফা ভুঁইয়া, এনডিপি চেয়ারম্যান খন্দকার গোলাম মোর্ত্তুজা এবং ২০ দল ছেড়ে আসা লেবার পার্টির একাংশ মহাসচিব হামদুল্লাহ আল মেহেদীও উপস্থিত ছিলেন।বদরুদ্দোজা চৌধুরীর প্রেস সচিব জাহাঙ্গীর আলম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ২০:০৯:২৩ ৫০৩ বার পঠিত