বৃহস্পতিবার, ২৫ অক্টোবর ২০১৮

জাতীয় ঐক্যফ্রন্ট ও তাদের দেয়া ৭ দফা দাবিতে সমর্থন রয়েছে: কাদের সিদ্দিকী

Home Page » জাতীয় » জাতীয় ঐক্যফ্রন্ট ও তাদের দেয়া ৭ দফা দাবিতে সমর্থন রয়েছে: কাদের সিদ্দিকী
বৃহস্পতিবার, ২৫ অক্টোবর ২০১৮



ফাইল ছবি

বঙ্গ-নিউজ: কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী বলেছেন ‘ড. কামাল হোসেনের সাথে একসঙ্গে চলতে চাই। জাতীয় ঐক্যফ্রন্ট ও তাদের দেয়া ৭ দফা দাবিতে সমর্থন রয়েছে।’

বৃহস্পতিবার (২৫ অক্টোবর) রাত ৮টায় ড. কামাল হোসেনের বেইলি রোডের বাসায় চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

বৈঠকে কাদের সিদ্দিকীর সঙ্গে ছিলেন কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বীরপ্রতীক ও সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম দেলোয়ার।

অন্যদিকে ড. কামালের সঙ্গে বৈঠকে অংশ নেন গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু, নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ, প্রেসিডিয়াম সদস্য জগলুল হায়দার আফ্রিক, যুগ্ম সাধারণ সম্পাদক আ অ ম শফিক উল্লাহ।

বাংলাদেশ সময়: ২৩:১৪:১৭   ৫১৯ বার পঠিত   #  #  #  #  #  #