মঙ্গলবার, ২৩ অক্টোবর ২০১৮
মধ্যনগরে খেলার মাঠে বিদ্যুতের খুঁটি!
Home Page » বিবিধ » মধ্যনগরে খেলার মাঠে বিদ্যুতের খুঁটি!
স্টাফরিপোর্টার,বঙ্গনিউজঃ
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার মধ্যনগরে গলইখালি গ্রামের খেলার মাঠের মাঝখানে পল্লী বিদ্যুতের খুঁটি স্থাপন করা হয়েছে।স্থানীয়দের অভিযোগ খুঁটি স্থাপনের পর থেকেই গ্রামের তরুণ প্রজন্মের ছেলেরা মাঠে খেলা-ধূলা করতে অনেকটা দুর্ঘটনায় আহত হওয়ার আতংকে ভুগছে।যার ফলে ঐসব ছেলেরা বিকালে খেলাধূলা বাদ দিয়ে বিভিন্ন অপরাধমূলক কাজ কর্মে জড়িয়ে যাওযার সম্ভাবনা দেখা যাচ্ছে এবং তরুন ছেলে-মেয়েদের শারিরিক ও মানসিক বিকাশে তীব্র বাধা সৃষ্টি হচ্ছে।
এ সম্পর্কে জানতে চাইলে গলইখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি দুলাল কিরন সরকার জানান,”এখানে খুঁটি স্থাপনের সময় আমরা তীব্রভাবে এর বিরোধিতা করি,একপর্যায়ে তারা এখানে খুঁটি বসাবেনা বলে আশ্বাস দিয়ে পার্শ্বর্তী খুঁটি বসানোর কাজে মনোনিবেশ করেন।কিন্তু সন্ধ্যার পর অনেকটা অতর্কিতে তারা এখানে খুঁটি বসিয়ে চলে যায়।পরের দিন বিষয়টা দেখে আমরা অবাক হই এবং কন্ট্রাক্টরের ছোট ভাই এখানে ছিলেন তাকে জানাই।তিনি বলেছিলেন এটা সরানো হবে কিন্তু আজো তা হয়নি।এখানে জাতীয় দিবস গুলোতে আমরা ছেলে-মেয়েদের বিভন্ন প্রতিযোগীতার আয়োজন করতাম এখন তা পারছিনা।ফলে ছেলে-মেয়েদের মানসিক বিকাশ তরান্বিত করতে ব্যপক সমস্যা হচ্ছে।আমরা অভিলম্বে এই খুঁটির অপসারন চাই।”
একই কথা ব্যক্ত করেন গলইখালি স্টুডেন্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন এর সভাপতি ও মধ্যনগর ছাত্রকল্যান পরিষদের সাবেক সভাপতি সুব্রত সরকার নন্দন।তিনিও এই খুঁটির অনতিবিলম্বে অপসারন চান।তীব্র প্রতিবাদ জানিয়েছেন গলইখালি স্পোর্টিং ক্লাবের সভাপতি বিশিষ্ট লেখক ও কবি অসীম সরকার।তিনি বলেন,বর্তমানে জায়গার স্বল্পতা থাকার পরো শহরের মাঠগুলোকে খেলার উপযোগী করার প্রয়াস চলছে আর আবহমান গ্রাম বাংলায় এত জায়গা থকার পরও মাঠগুলোকে খেলার অনুপযোগী করা চেষ্টা চলছে।বাঁধা দেয়ার পরও কেনো খুঁটি স্থাপন করা হলো তা আমার বোধগম্য নয়।আমি এর তীব্র প্রতিবাদ জানাই এবং অনতিবিলম্বে খুঁটির অপসারণ চাই।
জানতে চাইলে মধ্যনগর সদর ইউপি’র বর্তমান চেয়ারম্যান প্রবীর বিজয় তালুকদার বলেন “আমি গতকাল বিষয়টি একটি ফেইসবুক স্ট্যাটাসের মাধ্যমে অবগত হয়েছি।তাই আজকে এ বিষয়ে জি.এম.এর সাথে কথা বলেছি।খেলার মাঠে বিদ্যুতের খুঁটি হতে পারেনা।এটা অবশ্যই এখান থেকে অনতিবিলম্বে স্থানান্তর করা হবে।”
বাংলাদেশ সময়: ২০:০০:২৭ ৬৪৭ বার পঠিত