মঙ্গলবার, ২৩ অক্টোবর ২০১৮
অভিযানের নামে তারা রোহিঙ্গাদের নির্বিচারে হত্যা শুরু করে মিয়ানমার সেনাবাহিনীর দল
Home Page » আজকের সকল পত্রিকা » অভিযানের নামে তারা রোহিঙ্গাদের নির্বিচারে হত্যা শুরু করে মিয়ানমার সেনাবাহিনীর দলবঙ্গ-নিউজঃ রোহিঙ্গা মুসলমানদের নির্বিচারে হত্যার দায়ে অভিযুক্ত মিয়ানমার সেনাবাহিনীর পাঁচ জেনারেলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে অস্ট্রেলিয়া। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের পর মঙ্গলবার অস্ট্রেলিয়ার সরকার এ পাঁচ জেনারেলের ওপর নিষেধাজ্ঞা জারি করে। খবর আল জাজিরার
অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী মারিস পেইন বলেন, রাখাইনে যারা মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটিয়েছে, তাদের নেতৃত্বে ছিলেন এই পাঁচ জেনারেল। এই পাঁচজনের মধ্যে একজন লেফটেন্যান্ট জেনারেল রোহিঙ্গা নিধনযজ্ঞে বিশেষ অভিযান পরিচালনা করেন।
নিষেধাজ্ঞা পাওয়া জেনারেলা হলেন- অং কিউ জাউ, মাং মাং সো, অং অং, থান ওও এবং খিন মাং সোয়ে। এদের নির্দেশেই রাখাইনে সেনাবাহিনীর সদস্যরা গণহতার ঘটনা ঘটান বলে আল জাজিজার প্রতিবেদনে বলা হয়।
অস্ট্রেলিয়ার আরোপিত নিষেধাজ্ঞায় এই পাঁচজনের সম্পদ জব্দরে কথা বলা হয়েছে। এছাড়া তারা কখনো অস্ট্রেলিয়া ভ্রমণ করতে পারবেন না।
২০১৭ সালের ২৫ আগস্ট রাখাইনে নিরাপত্তা বাহিনীর চেকপোস্টে হামলার অভিযোগ এনে রোহিঙ্গাদের ওপর নির্যাতন শুরু করে মিয়ানমার সেনাবাহিনী। অভিযানের নামে তারা রোহিঙ্গাদের নির্বিচারে হত্যা শুরু করে। প্রাণ বাঁচাতে ৭ লাখেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়। মিয়ানমার সেনাবাহিনীর বিরুদ্ধে হত্যা, গণ্যহত্যা, ধর্ষণ ও জ্বালাও-পোড়াসহ নানা অভিযোগ ওঠে।
বাংলাদেশ সময়: ১৬:০২:৩৬ ৫২৯ বার পঠিত #অভিযানের নামে তারা রোহিঙ্গাদের নির্বিচারে হত্যা শুরু কর