সোমবার, ২২ অক্টোবর ২০১৮

খাশোগি হত্যার বিষয়ে এতদিন বেশ চুপচাপই ছিলেন এরদোয়ান।

Home Page » আজকের সকল পত্রিকা » খাশোগি হত্যার বিষয়ে এতদিন বেশ চুপচাপই ছিলেন এরদোয়ান।
সোমবার, ২২ অক্টোবর ২০১৮



  বঙ্গ-নিউজঃ   সব নির্মম সত্যই তুলে ধরা হবে- এমনটাই প্রতিজ্ঞা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান। ইস্তান্বুলে সৌদি কনসুলেটে সাংবাদিক জামাল খাশোগি নিহত হওয়া প্রসঙ্গে এ কথা বলেন তিনি। এ বিষয়ে একটি নতুন বার্তাও তিনি আগামীকাল প্রকাশ করতে চলেছেন বলে জানিয়েছে বেশ কয়েকটি শীর্ষস্থানীয় আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

গতকাল রবিবার ইস্তান্বুলে এক বক্তব্যে এরদোয়ান বলেন, আমার দলের এক বৈঠকে এ সম্পর্কে আমি একটি বার্তা দেব। সৌদি সাংবাদিক খাশোগি হত্যার সুবিচার দাবি করে তিনি বলেন, এ ঘটনার পেছনের নির্মম সত্যগুলো তুলে ধরা হবে।

ধারণা করা হচ্ছে যে গত ২ অক্টোবর ওয়াশিংটন পোস্টের লেখক খাশোগিকে সৌদি কনসুলেটে হত্যার পর আঙ্কারা যে তদন্ত চালিয়েছে তার অংশ বিশেষ সেই নতুন বার্তায় প্রকাশ করা হতে পারে।

খাশোগি হত্যার বিষয়ে এতদিন বেশ চুপচাপই ছিলেন এরদোয়ান।

এরদোয়ান সরকারের সমর্থক দৈনিকগুলো জানায় যে কনসুলেটে খাশোগির সঙ্গে সাক্ষাৎ করতে ১৫ সদস্যের একটি দল সৌদি আরব থেকে উড়ে এসেছিল। এরপর, খাশোগি হত্যার বিষয়টি স্বীকার করে নিয়ে সৌদি সরকার এর সঙ্গে জড়িত থাকার সন্দেহে ১৮ জনকে আটক করা হয়েছে বলে জানায়।

এই বিষয়টি উল্লেখ করে এরদোয়ান বলেন, কেন ১৫ জন ইস্তান্বুলে এসেছিলেন, কেন ১৮ জনকে আটক করা হলো- এ বিষয়গুলো তাদের (সৌদি সরকার) পরিষ্কার করা প্রয়োজন।

খাশোগি হত্যার পর থেকে ক্রমাগত মিথ্যা ও অপপ্রচার চালিয়ে আসা সৌদি সরকার গত ২০ অক্টোবর তার নিহত হওয়ার কথা স্বীকার করে নেয়। তারা জানায়, কনসুলেটের ভেতর ‘হাতাহাতি’র একপর্যায়ে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের কট্টর সমালোচক এই সাংবাদিকের মৃত্যু হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪:২১:৫৩   ৮৪৮ বার পঠিত   #