বৃহস্পতিবার, ২০ জুন ২০১৩
‘সাইজ জিরো’ স্লিম স্মার্টফোন!
Home Page » বিজ্ঞান-প্রযুক্তি » ‘সাইজ জিরো’ স্লিম স্মার্টফোন!বঙ্গ- নিউজ ডটকমঃ চীন স্মার্ট ফোনের পৃথিবীতে বিপ্লব আনছে। পৃথিবীর সবচেয়ে স্লিম আর হালকা স্মার্ট ফোনের আত্মপ্রকাশ ঘটাতে চলেছে চীনের এক ফোন প্রস্তুতকারী সংস্থা।অ্যাসলেন্ড পি সিক্স মডেলের এই ফোনটি আনছে হুয়াই নামের একটি কোম্পানী।
জানা গেছে, ফোনটি মাত্র ৬.১৮ মিলিমিটার পুরু, ওজন মাত্র ২০ গ্রাম। ৪.৭ ইঞ্চির টাচস্ক্রিন আর দুটো ক্যামেরাযুক্ত এই ফোনের চাহিদা এখন থেকেই তুঙ্গে।
বাংলাদেশ সময়: ১০:৫৯:০৯ ৪৩৭ বার পঠিত