সোমবার, ২২ অক্টোবর ২০১৮
রাজধানীর উত্তরায় ১০নং সেক্টর এলাকায় গুলিবিদ্ধ অবস্থায় গ্রেফতার ৬ জন
Home Page » আজকের সকল পত্রিকা » রাজধানীর উত্তরায় ১০নং সেক্টর এলাকায় গুলিবিদ্ধ অবস্থায় গ্রেফতার ৬ জনবঙ্গ-নিউজঃ রাজধানীর উত্তরায় ১০নং সেক্টর এলাকায় গুলিবিদ্ধ অবস্থায় শামীম (৩৫) নামে এক ব্যক্তিসহ ছয়জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল। গ্রেফতারকৃতরা সবাই ছিনতাইকারী বলে দাবি করেছে পুলিশ।
রোববার রাত ২টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় শামীমকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসে ডিবি পুলিশের একটি দল।
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, গুলিবিদ্ধ শামীমকে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা ডিবি পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন, শামীম একজন ছিনতাইকারী। ছিনতাই করার সময় তিনি গুলিবিদ্ধ হন। ডিবি বিস্তারিত আর কিছু বলেনি।
উত্তরা পশ্চিম থানার ডিউটি অফিসার মোফাজ্জল জানান, এ ঘটনায় মামলা হয়েছে। মামলায় ছয়জনকে গ্রেফতার দেখানো হয়েছে। আসামিরা এখনো ডিবি হেফাজতে রয়েছে।
বাংলাদেশ সময়: ১২:১৯:১৯ ৫৭২ বার পঠিত #রাজধানীর উত্তরায় ১০নং সেক্টর এলাকায় গুলিবিদ্ধ অবস্থায়