বৃহস্পতিবার, ২০ জুন ২০১৩

আরব বিশ্বে ফেসবুক নির্ভরযোগ্য সংবাদমাধ্যম

Home Page » বিজ্ঞান-প্রযুক্তি » আরব বিশ্বে ফেসবুক নির্ভরযোগ্য সংবাদমাধ্যম
বৃহস্পতিবার, ২০ জুন ২০১৩



facebook1-300x184.jpgবঙ্গ- নিউজ ডটকমঃ আবর বিশ্বে আল জাজিরা ও আল-আরাবিয়ার পরেই ফেসবুক সবচেয়ে নির্ভরযোগ্য সংবাদমাধ্যম। একটি জরিপে কাতারের নর্থ-ওয়েস্ট বিশ্ববিদ্যালয় এ তথ্য জানিয়েছে।জরিপে মিশর, লেবানন, তিউনেশিয়া, কাতার, বাহরাইন, সৌদি আরব, জর্ডান ও সংযুক্ত আরব আমিরাতের ১০ হাজারেরও বেশি মানুষ অংশ নেন।

জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে সংবাদপ্রাপ্তির মূল উৎস হিসেবে ১০ ভাগ নির্ভর করে ফেসবুকের ওপর। আল-জাজিরার ওপর নির্ভর করেন শতকরা ২৬ ভাগ এবং শতকরা ১৬ ভাগ নির্ভর করে আল-আরাবিয়া ওপর।

তিউনিশিয়া থেকে যারা জরিপে অংশ নিয়েছেন তাদের মধ্যে শতকরা ৫২ ভাগ মানুষ সংবাদের জন্য ফেসবুকের ওপর নির্ভর করেন। অর্থাৎ তাদের কাছে সংবাদপ্রাপ্তির প্রধান উৎস ফেসবুক। এদিকে বাহরাইনের শতকরা ২৬ ভাগ মানুষ সংবাদপ্রাপ্তির উৎস হিসেবে বেছে নিয়েছে গুগলকে।

নর্থ-ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের অধ্যাপক জাস্টিন মার্টিন জানান, এ দেশগুলোর ইন্টারনেট ব্যবহারকারীদের মধ্যে সামাজিক যোগযোগ মাধ্যম ব্যবহারকারীর সংখ্যা আমেরিকা, অস্ট্রেলিয়া ও ইউরোপের দেশগুলোর তুলনায় বেশি।

তিনি আরো জানান, জরিপে অংশগ্রহণকারীদের অধিকাংশই টেলিভিশনকেই সংবাদ পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম বলে মনে করেন। তবে, একইসঙ্গে তারা ইন্টারনেট, সংবাদপত্র ও রেডিওকেও গুরুত্বপূর্ণ সংবাদমাধ্যম বলে জানান। অবশ্য দেশভেদে কিছু ভিন্নতা লক্ষ্য করা যায়।

জরিপে অংশ নেয়া আটটি দেশের ইন্টারনেট ব্যবহারকারীদের প্রায় ৯০ ভাগই সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় থাকে।

এছাড়া, মিশর, লেবানন ও তিউনেশিয়া থেকে জরিপে অংশ নেয়াদের মধ্যে মাত্র এক-চতুর্থাংশ তাদের দেশের গণমাধ্যমগুলোর ওপর আস্থা আছে।

বাংলাদেশ সময়: ১০:৫৭:৫১   ৪১৮ বার পঠিত