আরব বিশ্বে ফেসবুক নির্ভরযোগ্য সংবাদমাধ্যম

Home Page » বিজ্ঞান-প্রযুক্তি » আরব বিশ্বে ফেসবুক নির্ভরযোগ্য সংবাদমাধ্যম
বৃহস্পতিবার, ২০ জুন ২০১৩



facebook1-300x184.jpgবঙ্গ- নিউজ ডটকমঃ আবর বিশ্বে আল জাজিরা ও আল-আরাবিয়ার পরেই ফেসবুক সবচেয়ে নির্ভরযোগ্য সংবাদমাধ্যম। একটি জরিপে কাতারের নর্থ-ওয়েস্ট বিশ্ববিদ্যালয় এ তথ্য জানিয়েছে।জরিপে মিশর, লেবানন, তিউনেশিয়া, কাতার, বাহরাইন, সৌদি আরব, জর্ডান ও সংযুক্ত আরব আমিরাতের ১০ হাজারেরও বেশি মানুষ অংশ নেন।

জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে সংবাদপ্রাপ্তির মূল উৎস হিসেবে ১০ ভাগ নির্ভর করে ফেসবুকের ওপর। আল-জাজিরার ওপর নির্ভর করেন শতকরা ২৬ ভাগ এবং শতকরা ১৬ ভাগ নির্ভর করে আল-আরাবিয়া ওপর।

তিউনিশিয়া থেকে যারা জরিপে অংশ নিয়েছেন তাদের মধ্যে শতকরা ৫২ ভাগ মানুষ সংবাদের জন্য ফেসবুকের ওপর নির্ভর করেন। অর্থাৎ তাদের কাছে সংবাদপ্রাপ্তির প্রধান উৎস ফেসবুক। এদিকে বাহরাইনের শতকরা ২৬ ভাগ মানুষ সংবাদপ্রাপ্তির উৎস হিসেবে বেছে নিয়েছে গুগলকে।

নর্থ-ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের অধ্যাপক জাস্টিন মার্টিন জানান, এ দেশগুলোর ইন্টারনেট ব্যবহারকারীদের মধ্যে সামাজিক যোগযোগ মাধ্যম ব্যবহারকারীর সংখ্যা আমেরিকা, অস্ট্রেলিয়া ও ইউরোপের দেশগুলোর তুলনায় বেশি।

তিনি আরো জানান, জরিপে অংশগ্রহণকারীদের অধিকাংশই টেলিভিশনকেই সংবাদ পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম বলে মনে করেন। তবে, একইসঙ্গে তারা ইন্টারনেট, সংবাদপত্র ও রেডিওকেও গুরুত্বপূর্ণ সংবাদমাধ্যম বলে জানান। অবশ্য দেশভেদে কিছু ভিন্নতা লক্ষ্য করা যায়।

জরিপে অংশ নেয়া আটটি দেশের ইন্টারনেট ব্যবহারকারীদের প্রায় ৯০ ভাগই সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় থাকে।

এছাড়া, মিশর, লেবানন ও তিউনেশিয়া থেকে জরিপে অংশ নেয়াদের মধ্যে মাত্র এক-চতুর্থাংশ তাদের দেশের গণমাধ্যমগুলোর ওপর আস্থা আছে।

বাংলাদেশ সময়: ১০:৫৭:৫১   ৪১৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বিজ্ঞান-প্রযুক্তি’র আরও খবর


ব্যবহৃত ল্যাপটপ ওয়ারেন্টিসহ বিক্রি করছে Device mama
ইতিহাসে প্রথম, ল্যাবে তৈরি রক্ত মানুষের দেহে !
শক্তিশালী প্রসেসরে নতুন স্মার্টফোন বাজারে আনছে মটোরোলা
যবিপ্রবির ৯ কর্মকর্তা-কর্মচারীর সনদ জাল- আইনি ব্যবস্থা গ্রহণ
ভারত ৩৬টি স্যাটেলাইট স্থাপন করল একসঙ্গে !!
মোবাইল ব্যাংকিং এখন গ্রাহক সংখ্যা ১৮ কোটি ছাড়িয়ে গেছে এবং দৈনিক লেনদেনও ৩ হাজার কোটি টাকা ছাড়িয়েছে
চাঁদের উদ্দেশে নাসার রকেট উড়াল দেবে
আন্তর্জাতিক মহাকাশ স্টেশন ছাড়বে রাশিয়া
“Whatsapp” এ কল রেকর্ড করবেন যেভাবে ?
তাইওয়ান সীমান্তে চীনা যুদ্ধবিমান; ন্যান্সি পেলোসির তাইওয়ান সফর

আর্কাইভ