রবিবার, ২১ অক্টোবর ২০১৮

চাঁদাবাজি, ভাঙচুর ও হত্যাচেষ্টার অভিযোগে করা দুই মামলায় গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

Home Page » আজকের সকল পত্রিকা » চাঁদাবাজি, ভাঙচুর ও হত্যাচেষ্টার অভিযোগে করা দুই মামলায় গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।
রবিবার, ২১ অক্টোবর ২০১৮



বঙ্গ-নিউজঃ        গণস্বাস্থ্য নগর হাসপাতালের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। ফাইল ছবি
জমি দখল, চাঁদাবাজি, ভাঙচুর ও হত্যাচেষ্টার অভিযোগে করা দুই মামলায় গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

এ দুই মামলায় পুলিশ প্রতিবেদন (অভিযোগপত্র) দাখিল করা পর্যন্ত জামিন দেয়া হয়েছে। আশুলিয়া থানায় দুই মামলায় এ জামিন দেন আদালত।

বিচারপতি মোহাম্মদ আবদুল হাফিজ ও বিচারপতি মহিউদ্দিন শামীমের হাইকোর্ট বেঞ্চ রোববার এ জামিন মঞ্জুর করেন।

ডা. জাফরুল্লাহ চৌধুরী হাইকোর্টে হাজির হয়ে জামিন আবেদন করেন। তারপক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন।

আশুলিয়ায় জমি দখল ও এক কোটি টাকা চাঁদাবাজির অভিযোগে গত ১৫ অক্টোবর মানিকগঞ্জ জেলার হরিরামপুরের মোহাম্মদ আলী আশুলিয়া থানায় একটি মামলা করেন। এছাড়া এক কোটি টাকা চাঁদাবাজির অভিযোগে ১৯ অক্টোবর আশুলিয়ার ঘোড়াপীর মাজার এলাকার হাসান ইমাম বাদী হয়ে জাফরুল্লাহ চৌধুরীকে আসামি করে আশুলিয়া থানায় আরেকটি মামলা করেন।

150
Shares

বাংলাদেশ সময়: ১৭:৪৯:০২   ৫৫৬ বার পঠিত   #  #