রবিবার, ২১ অক্টোবর ২০১৮

জাতীয় ঐক্যফ্রন্ট সিলেটে জনসভার অনুমতি পাচ্ছে জাতীয় বলেন ওবায়দুল কাদের

Home Page » আজকের সকল পত্রিকা » জাতীয় ঐক্যফ্রন্ট সিলেটে জনসভার অনুমতি পাচ্ছে জাতীয় বলেন ওবায়দুল কাদের
রবিবার, ২১ অক্টোবর ২০১৮



 ফাইল ছবি

বঙ্গ-নিউজঃ আহমেদ জাফর: জাতীয় ঐক্যফ্রন্ট সিলেটে জনসভার অনুমতির ইশারা পেয়েছে তার পরেও অনুমতি নিয়ে অহেতুক নাটক করছে। অনুমতি সময় না পেরোতেই তাদের স্বভাবগতভাবেই অভিযোগ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রোববার (২১ অক্টোবর) রাজধানীর ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ‘বাংলাদেশে কাযকর ট্রাফিক ব্যবস্তা দেশর সাবির্ক উন্নয়নের অনুঘটক’ শীর্ষক গোল টেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তবে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন নির্বাচন কমিশন বিভক্তি হয়েগেছে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, দ্বিধা বিভক্ত হল কিভাবে? ফখরুল সাহেব কী ভুলে গেছেন-নির্বাচন কমিশন ৫ সদস্য বিশিষ্ট। তাদের এই মন্তব্য অবান্তর ও হাস্যকর। পাঁচজন কমিশনার মধ্যে একজনের ভিন্নমত থাকতেই পারে এই নিয়ে বিভক্তি বলা হাস্যকর। দেশের যেকোনো জায়গায় সভা সমাবেশ করার অনুমতি রয়েছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে আমার কথা হয়েছে। তিনি বলেছেন, সভা সমাবেশ যেখানেই করতে চায় এ ব্যাপারে কোনো বাধা নিষেধ থাকবে না। থাকার কথা নয়। নিরাপত্তার বিষয়টা তো থাকে। সেখানে বড় বড় নেতারা যাবেন এটা তো পুলিশ একটু খতিয়ে দেখে। কিন্তু অনুমতির ব্যাপারে তারা ইঙ্গিতও পেয়ে গেছেন। অফিসিয়াল চিঠি দেওয়ার আগ পর্যন্ত তারা নাটক করবেই এটা তাদের পুরানো অভ্যাস। এর আগে সোহরাওয়ার্দী উদ্যানে তারা অনুমতির চিঠি পেয়েছে কিন্তু তারপরেও বিএনপি এ নিয়ে নাটক করেছে।

এসময় উপস্তিত ছিলেন (ডিটিসিএ) নির্বাহী পরিচালক খন্দকার রাকিবুর রহমান, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ট্রাটি বোর্ডের চেয়ারম্যান ড. মো সবুর খান, উপার্চাচ প্রেফেসর ড. উইসুফ এম ইসলাম, বুয়েট শিক্ষক অধ্যাপক শামসুল হক পিএইচডি, প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪:৩৮:৫৭   ৩৭৬ বার পঠিত   #