রবিবার, ২১ অক্টোবর ২০১৮

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষার কার্যক্রমে স্থগিতাদেশ চেয়ে হাইকোর্টে একটি রিট করা হয়েছে।

Home Page » আজকের সকল পত্রিকা » ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষার কার্যক্রমে স্থগিতাদেশ চেয়ে হাইকোর্টে একটি রিট করা হয়েছে।
রবিবার, ২১ অক্টোবর ২০১৮



বঙ্গ-নিউজঃ  ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষার কার্যক্রমে স্থগিতাদেশ চেয়ে হাইকোর্টে একটি রিট করা হয়েছে।

সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুস আলী আকন্দ রোববার এই রিট করেন।

রিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ঘ’ ইউনিটে নতুন করে ভর্তি পরীক্ষা গ্রহণে ব্যবস্থা নিতে যথাযথ কর্তৃপক্ষকে নির্দেশনা প্রদানের আর্জি জানানো হয়েছে।

রিট আবেদনে ইউনুস আলী আকন্দ বলেন, ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরুর আগেই প্রশ্ন ফাঁস হয় এবং এটা এরই মধ্যে প্রমাণও হয়েছে। তাই ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা বাতিল করে নতুন করে পরীক্ষার ব্যবস্থা করা প্রয়োজন।

সোমবার এই রিটের শুনানি হতে পারে বলে জানান রিটকারী এই আইনজীবী।

গত ১২ অক্টোবর ঢাবির ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই পরীক্ষা শুরুর আগেই প্রশ্ন ফাঁস হওয়ার অভিযোগ উঠলে বিষয়টি তদন্তে পরদিন তিন সদস্যের কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ।

এরপর গত মঙ্গলবার ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ফল প্রকাশ করা হয়। ওইদিন প্রশ্ন ফাঁসের অভিযোগ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান বলেন, তদন্ত কমিটির প্রতিবেদনে বলা হয়েছে, এক ধরনের ডিজিটাল জালিয়াতি হয়েছে।

এর আগে ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল বাতিল চেয়ে ঢাবি উপাচার্য ও শিক্ষা মন্ত্রণালয়ের সচিবকে গত বৃহস্পতিবার আইনি নোটিশ পাঠিয়েছিলেন ইউনুস আলী আকন্দ।

বাংলাদেশ সময়: ১৩:৫৩:৩৯   ৪৭০ বার পঠিত   #