রবিবার, ২১ অক্টোবর ২০১৮
নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বলেছেন, রাতভর ব্যালট পাহারা দেওয়ার দিন শেষ।
Home Page » আজকের সকল পত্রিকা » নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বলেছেন, রাতভর ব্যালট পাহারা দেওয়ার দিন শেষ।বঙ্গ-নিউজঃ
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বলেছেন, রাতভর ব্যালট পাহারা দেওয়ার দিন শেষ। আস্তে আস্তে ইভিএম ব্যবহারের দিকে যেতে হবে।
রোববার রাজধানীর আগারগাঁওস্থ নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) ভবনে একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনি কর্মকর্তাদের প্রশিক্ষকদের প্রশিক্ষণ ও ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার সংক্রান্ত প্রশিক্ষণের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
কমিশন এ বছর প্রথমবারের মতো পোলিং এজেন্টদের ট্রেনিং দেওয়ার কথা ভাবছে বলেও জানিয়েছেন সিইসি।
এ সময় কর্মকর্তাদের উদ্দেশ্যে নূরুল হুদা বলেন, রাজনীতিবিদ ও রাজনৈতিক দলের কথায় কাজ করবেন না। জনগণের চাওয়া বুঝে কাজ করতে হবে। ভোটকেন্দ্র স্থাপনের সময় ভোটাররা নির্বিঘ্নে যেন ভোট দিতে পারেন সেদিক বিবেচনা করে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, স্থানীয় সরকার নির্বাচনও দলীয়ভাবে হচ্ছে। এটা একটা ভালো দিক। রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে আপনাদের সম্পর্ক তৈরি করতে হবে। সুষ্ঠু নির্বাচন করতে রাজনৈতিক দল ও ইসির মধ্যে দূরত্ব কমিয়ে ফেলতে হবে।
নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের (ইটিআই) মহাপরিচালক মোস্তফা ফারুকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে ইটিআইয়ের পরিচালক মো. ফরহাদ হোসেন, উপ-পরিচালক মো. ফজলুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৩:৩৬:৩৮ ৩৯৭ বার পঠিত #নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বলেছেন #রাতভর ব্যালট পাহারা দেওয়ার দিন শেষ।