রবিবার, ২১ অক্টোবর ২০১৮

রাজধানীর উত্তরখানের একটি বাসায় গ্যাসের চুলা থেকে লাগা আগুনে দগ্ধ আরও একজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।

Home Page » অর্থ ও বানিজ্য » রাজধানীর উত্তরখানের একটি বাসায় গ্যাসের চুলা থেকে লাগা আগুনে দগ্ধ আরও একজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।
রবিবার, ২১ অক্টোবর ২০১৮



বঙ্গ-নিউজঃ           রাজধানীর   উত্তরখানের একটি বাসায় গ্যাসের চুলা থেকে লাগা আগুনে দগ্ধ আরও একজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। শনিবার রাত দেড়টার দিকে দগ্ধ সাগরের (১২) মৃত্যু হয়।

চিকিৎসকদের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া জানান, সাগরের শরীরের ৬৩ শতাংশ পুড়ে গিয়েছিল।

গত ১৩ অক্টোবর ভোরের ওই অগ্নিকাণ্ডের ঘটনায় এই নিয়ে দগ্ধ ছয়জনের মৃত্যু হলো। উত্তরখানের ব্যাপারীপাড়ার তিনতলা ওই ভবনের নিচতলার ওই বাসায় পাইপ লাইনের ছিদ্র থেকে গ্যাস জমে গিয়েছিল। ১৩ অক্টোবর ভোর ৪টার দিকে রান্নাঘরের চুলা জ্বালাতে গেলে ওই বাসায় আগুন লেগে যায়। এতে একই পরিবারের নারী ও শিশুসহ আটজন দগ্ধ হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করেন।

ঘটনার দিন সকালে আজিজুল ইসলাম ও বিকেলে তার স্ত্রী মুসলিমা খাতুন ঊর্মি মারা যান। পরের দিন আজিজুলের ফুফু সুফিয়া খাতুনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। এরপর ১৬ অক্টোবর রাতে সুফিয়ার মেয়ে পূর্ণিমা ও পরদিন সকালে আজিজুলের বোন আঞ্জু আরার স্বামী ডাবলু মোল্লা মারা যান।

এসআই বাচ্চু মিয়া বলেন, ওই ঘটনায় দগ্ধ আজিজুলের বোন আঞ্জু আরা (২৫) ও তার ছেলে আব্দুল্লাহ সৌরভ (৫) বার্ন ইউনিটে চিকিৎসা নিয়ে বাসায় ফিরে গেছেন।

বাংলাদেশ সময়: ১২:৫৬:৩৭   ৪৬৭ বার পঠিত   #