রবিবার, ২১ অক্টোবর ২০১৮
১০-১২ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনলেও দোকানে থাকা নিহত মমিনুল হক খান
Home Page » আজকের সকল পত্রিকা » ১০-১২ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনলেও দোকানে থাকা নিহত মমিনুল হক খানবঙ্গ-নিউজঃ সন্ত্রাসীদের দেয়া আগুনে নিহত ফেনীর দাগনভূঞার মমিনুল হক খানের (৫৫) বাড়িতে চলছে শোকের মাতম।
নিহত মমিনুল দাগনভূঞা পৌর শহরের জগতপুর গ্রামের খান বাড়ির মৃত হাজি বজলের রহমান খানের ছেলে।
মমিনুলের পরিবার জানায়, গত শনিবার ভোরে দক্ষিণ আফ্রিকার নর্থওয়েস্ট প্রভিন্সের ব্রিটস শহরে সন্ত্রসীরা একটি দোকানে আগুন ধরিয়ে দেয়। স্থানীয় ফায়ার সার্ভিসের সদস্যরা ১০-১২ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনলেও দোকানে থাকা মমিনুল হক খান ও পাশ্ববর্তী সোনাগাজী উপজেলার চর মজলিসপুর গ্রামের আবুল খায়ের সওদাগরের ছেলে আনোয়ার হোসেন ও মোশারফ হোসেন দগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে আফ্রিকা থেকে নিহতের ভাতিজা সাইফুল ইসলাম ঘটনাটি ফোনে স্বজনদের জানান।
সরজমিনে মমিনুলের বাড়িতে গিয়ে দেখা যায়, নিহতের শতবর্ষী মা রহমতের নেছা ও স্ত্রী জাহানারা বেগম বার বার মূর্ছা যাচ্ছেন।
নিহতের ভাই স্থানীয় আল হেরা কিন্ডার গার্ডেনের প্রিন্সিপাল নবিউল হক খান জানান, নয় বছর আগে আফ্রিকা পাড়ি জমান মমিনুল। চর মজলিসপুর গ্রামের আনোয়ার ও মোশারফের দোকানে চাকরি করতেন তিনি। সন্ত্রাসীরা দীর্ঘদিন যাবত দোকানের মালিকের কাছে চাঁদা দাবি করে আসছিল। চাঁদা না দেয়ায় ওইদিন ভোরে দোকানের বাইরে তালা মেরে পেট্রল ঢেলে আগুন দিয়ে পালিয়ে যায় সন্ত্রাসীরা। এই সময় দোকানে থাকা আমার ভাই ও তিনজন লোক আগুনে পুড়ে মারা যায়।
বিষয়টি নিশ্চিত করে দাগনভূঞা থানার ওসি মো. ছালেহ আহম্মদ পাঠান বলেন, ঘটনাটি মর্মান্তিক। সান্তনা দেয়ার ভাষা নেই। মরহুমের শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।
বাংলাদেশ সময়: ১২:৪৮:৪০ ৪৪১ বার পঠিত #১০-১২ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনলেও দোকানে