শনিবার, ২০ অক্টোবর ২০১৮

ভারতে পাকিস্তান জিন্দাবাদ’ লেখা বেলুন বিক্রির অভিযোগে চার নারীসহ সাতজনকে আটক করেছে পুলিশ।

Home Page » আজকের সকল পত্রিকা » ভারতে পাকিস্তান জিন্দাবাদ’ লেখা বেলুন বিক্রির অভিযোগে চার নারীসহ সাতজনকে আটক করেছে পুলিশ।
শনিবার, ২০ অক্টোবর ২০১৮



   বঙ্গ-নিউজঃ       ভারতের একটি মার্কেটে ‘পাকিস্তান জিন্দাবাদ’ লেখা বেলুন বিক্রির অভিযোগে চার নারীসহ সাতজনকে আটক করেছে পুলিশ। দেশটির মধ্যপ্রদেশ রাজ্যের ভোপালের এক এলাকা থেকে তাদের আটক করা হয়।

সান্তার পুলিশ সুপার সন্তোষ সিং গর বলেন, ‘একজন ফোন করে আমাদের জানায় যে এই সাতজন পাকিস্তানপন্থি বেলুন বিক্রি করছেন। আমরা জিজ্ঞাসাবাদের জন্য তাদেরকে আটক করেছি। তাদের প্রত্যেকেই অশিক্ষিত।’
তিনি আরও বলেন,’তাদের কাছ থেকে “পাকিস্তান” ও “জিন্দাবাদ” লেখা কোনো বেলুন আমরা উদ্ধার করতে পরিনি। তবে যে বেলুনগুলো উদ্ধার করতে পেরেছি সেগুলোতে তারার ছবি ছিল।’
কোন দোকান থেকে বেলুনগুলো সংগ্রহ করা হয়েছিল তা জানার চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া বেলুনের ছবিগুলোতে ‘পাকিস্তান জিন্দাবাদ’ লেখা আছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই পাকিস্তান লেখা বেলুনগুলো নিশ্চিহ্ন করে ফেলা হয় বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৫:১৬:১৮   ৪১৭ বার পঠিত   #