শনিবার, ২০ অক্টোবর ২০১৮
সংগীতশিল্পী আইয়ুব বাচ্চুর মরদেহ,নানাবাড়িতে বিকেলে দাফন
Home Page » আজকের সকল পত্রিকা » সংগীতশিল্পী আইয়ুব বাচ্চুর মরদেহ,নানাবাড়িতে বিকেলে দাফনবঙ্গ-নিউজঃ কিংবদন্তি সংগীতশিল্পী ও গিটারবাদক আইয়ুব বাচ্চুর মরদেহ নানাবাড়িতে পৌঁছেছে। আজ শনিবার বেলা ১২টার দিকে পূর্ব মাদারবাড়ি এলাকায় তার মরদেহটি এসে পৌঁছে।
জানা গেছে, এ সময় মরহুমের মরদেহটি তার মামা মো. হালীম রোহানির কাছে হস্তান্তর করেন চসিক মেয়র আ জ ম নাছির উদ্দীন।
এদিকে আইয়ুব বাচ্চুকে শেষ শ্রদ্ধা জানাতে সকাল ১০টা থেকেই তাঁর নানাবাড়িতে হাজির হতে থাকে ভক্তরা। এ সময় সেখানে অনেকেই স্মৃতিচারণ করেন।
পারিবারিক সূত্রে আরো জানা গেছে, বিকেল ৩টায় নগরের দামপাড়ায় জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদে আইয়ুব বাচ্চুর মরদেহ নেওয়া হবে। সেখানে শ্রদ্ধা জানাবেন তার ভক্তকূল ও সর্বস্তরের মানুষ। এরপর বাদ আছর জমিয়তুল ফালাহ মসজিদ মাঠে চতুর্থ নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে চৈতন্যগলি কবরস্থানে তাঁর মায়ের কবরের পাশে তিনি চিরনিদ্রায় শায়িত হবেন।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার আইয়ুব বাচ্চু মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর
বাংলাদেশ সময়: ১৪:৫৩:৩৯ ৬০১ বার পঠিত #নানাবাড়িতে বিকেলে দাফন #সংগীতশিল্পী আইয়ুব বাচ্চুর মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানম