
শনিবার, ২০ অক্টোবর ২০১৮
কোটালীপাড়া উপজেলায় মদ্যপান করে মন্দিরের পূজারীদের ওপর হামলার গ্রেফতার ২
Home Page » আজকের সকল পত্রিকা » কোটালীপাড়া উপজেলায় মদ্যপান করে মন্দিরের পূজারীদের ওপর হামলার গ্রেফতার ২বঙ্গ-নিউজঃ গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় মদ্যপান করে মন্দিরের পূজারীদের ওপর হামলার ঘটনায় হৃদয় দত্ত (২৮) ও দিপ্ত দে ( ২৫) নামে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে এই ঘটনা ঘটে।
পুলিশষ জানায়, রাতে উপজেলার ঘাঘরকান্দা গৌরাঙ্গ সাধুর বাড়ির পূজা মণ্ডপে একদল যুবক মদ্যপান করে পূজারীদের ওপর হামলা চালায়।এ ঘটনায় ওই মন্দিরের পূজারী কৃষ্ণ কান্ত বসু বাদি হয়ে ৮জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। মামলার অপর আসামিরা হলেন- রাজু মন্ডল (২২), ভাস্কর সাহা(২৫), শাওন পোদ্দার(২৫), অঞ্জন পোদ্দার ( ২৩), চল সাহা ( ২৩) ও অনুপ সাহা (২৮)।
কৃষ্ণ কান্ত বসু বলেন, শুক্রবার বিকেলে বিজয়া দশমীর দিনে আমরা একটি ট্রলারে করে আমাদের ছেলে-মেয়েদের নিয়ে প্রতিমা বিসর্জনে যাই। বিসর্জন শেষে ফেরার সময় মেয়েদের উদ্দেশ্য করে বখাটে যুবকরা কুরুচিপূর্ণ মন্তব্য করে ও পিছু নেয়। আমরা মণ্ডপে এসে মায়ের শান্তি জল গ্রহণের সময় ওই বখাটেরা মেয়ে ও পূজারীদের ওপর হামলা চালায়।
কোটালীপাড়া থানার ওসি মোহাম্মদ কামরুল ফারুক বলেন, গৌরাঙ্গ সাধুর বাড়ির দুর্গাপূজা মণ্ডপে একদল যুবক মদ্যপান করে পূজারীদের ওপর হামলা করেছে এমন খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠাই। পরে পুলিশ হৃদয় দত্ত ও দিপ্ত দেকে গ্রেফতার করে। এ সময় অন্য বখাটেরা পালিয়ে যায়। গ্রেফতার হৃদয় দত্ত তারাশী গ্রামের কৃষ্ণ দত্তের ছেলে ও দিপ্ত দে ঘাঘর কান্দা গ্রামের শেখর দের ছেলে।
বাংলাদেশ সময়: ১৪:১৬:৪৭ ৫৪৬ বার পঠিত #কোটালীপাড়া উপজেলায় মদ্যপান করে মন্দিরের পূজারীদের ওপর হ